কলকাতা: বাংলায় বর্ষার শক্তি যে বৃদ্ধি হতে পারে তার আভাস আগেই দিয়েছে আবহাওয়া দফতর। সেই প্রেক্ষিতে উত্তর-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টিপাতের ইঙ্গিত দেওয়া হয়েছিল। শুক্রবার কলকাতা সহ একাধিক জেলায় সারাদিন প্রায় মেঘলা আকাশ ছিল, বৃষ্টিও হয়েছে। শনিবার জানা গেল, ফের আবহাওয়ার পরিবর্তন হবে। তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। তবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বাড়বে বলে পূর্বাভাস।
হাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় আপাতত সোমবার পর্যন্ত আংশিক মেঘলা আকাশ থাকবে। মঙ্গলবার থেকে কিছুটা বৃষ্টি বাড়বে। অন্যদিকে, উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। আগামী ২৬ আগস্ট পর্যন্ত এমনই আবহাওয়া বজায় থাকার ইঙ্গিত দেওয়া হয়েছে। ফি বছর বর্ষার মরশুমে বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ তৈরি হয়। সেই সব নিম্নচাপের প্রভাবে শুধু দক্ষিণবঙ্গই নয়, দেশের মধ্য ও দক্ষিণ অংশের কিছু অংশেও বৃষ্টি হয়৷ কিছুদিন আগে পর্যন্ত এমন সম্ভাবনা দেখা যায়নি। তবে আপাতত ভালোরকম বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে।
আবহাওয়া দফতরের এমনও আভাস, সপ্তাহান্তে ওড়িশা, ঝাড়খণ্ড সহ মেঘালয়, মণিপুর, মিজোরামের বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টি হতে পারে। অর্থাৎ চলতি সপ্তাহে দেশের একাধিক রাজ্য সাক্ষী থাকতে পারে ভারী বর্ষণের। কিন্তু গরমের প্রভাব তেমনভাবে কমবে কিনা, সেই বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।