কলকাতা: রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রের প্রচার এবং তা পর্যটকদের কাছে তা আকর্ষনীয় করে তোলার লক্ষ্যে এবার তৈরি করা হবে জেলাভিত্তিক টুর প্যাকেজ। কোন কোন জেলায় কী কী দর্শনীয় স্থান রয়েছে, সেই সকল স্থানের বৈশিষ্ট্য, কী ভাবে যেতে হবে যাবতীয় বিবরণ জানিয়ে জেলাগুলিকে তা পর্যটন দফতরের কাছে পাঠিয়ে দিতে হবে। আপাতত প্রত্যেক জেলাকে পাঁচটি করে এমন টুর প্যাকেজ তৈরি করতে বলা হয়েছে। আগামী ২৪ অগাস্টের মধ্যে তা পর্যটন দফতরে পাঠিয়ে দিতে হবে।
পর্যটন দফতরের তরফে জেলাগুলিতে ছোট ছোট টুর প্যাকেজের উপর জোর দিতে বলা হয়েছে। অর্থাৎ দু’রাত তিনদিন বা এক রাত দু’দিনের প্যাকেজ হবে৷ অল্প সময়ের মধ্যে কী ভাবে দর্শনীয় স্থানগুলি পরিদর্শন করা যাবে, পর্যটকদের জন্য কী কী আকর্ষণ থাকবে, কেমন অভিজ্ঞতা হতে পারে ইত্যাদিও উল্লেখ করতে বলা হয়েছে জেলার কর্তাদের। বলা হয়েছে, পর্যটন কেন্দ্রগুলি ধর্মীয়, শিক্ষামূলক, জঙ্গল, সাংস্কৃতিক হতে পারে।
পাশাপাশি জঙ্গল সাফারি, ট্রেকিং, নৌকা ভ্রমণ ইত্যাদির সুযোগ সুবিধাও থাকলে, তারও প্যাকেজ তৈরি করতে হবে৷ কী ভাবে এই জায়গাগুলিতে পৌঁছতে হবে, নিকটবর্তী বিমানবন্দর কিংবা রেল স্টেশন কী, তারও উল্লেখ করতে হবে৷ নির্দিষ্ট স্থানে পর্যটকরা গাইড পাবেন কিনা, থাকলে তাঁদের নাম ও অন্যান্য তথ্যও পাঠাতে বলা হয়েছে৷ টুর প্যাকেজগুলি ভালো করে প্রস্তুত করে সেগুলি সোশাল মিডিয়া, ওয়েবসাইট ও বিভিন্ন পর্যটন মেলায় প্রচার করতে চাইছে রাজ্য সরকার। প্রতিটি প্যাকেজের সঙ্গে ভালো ছবি বা ভিডিয়ো পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।