অন্যত্র সরল তারা মায়ের মূর্তি! তারাপীঠে গেলে দর্শন হবে না মায়ের?

অন্যত্র সরল তারা মায়ের মূর্তি! তারাপীঠে গেলে দর্শন হবে না মায়ের?

tara maa

বীরভূম: আমাদের রাজ্যে অন্যতম জনপ্রিয় সিদ্ধপীঠ হিসেবে খ্যাত বীরভূমের তারাপীঠ৷ দেশের গন্ডি ছাড়িয়ে তারাপীঠের মাহাত্ম্য বিস্তৃত বিদেশেও। মায়ের দর্শন পেতে প্রতিদিন ভক্ত সমাগম ঘটে তারাপীঠে৷ বিশেষ বিশেষ দিনে তো তিল ধারণের জায়গা থাকে না৷ নিত্য পুজোপাঠের পাশাপাশি শনি-মঙ্গলবার এবং বিশেষ দিনগুলিতে বিশেষ পুজো অর্চনায় আয়োজন করা হয়ে থাকে৷ শত বছরের পুরনো বিশ্বাস, এই মন্দিরে প্রার্থনা করে কোনও ভক্ত খালি হাতে ফেরে না। তারাপীঠের মন্দিরে তাই সারাভর ভক্ত সমাগম লেগেই থাকে৷ তবে এখন তারপীঠে গেলে নিরাশ হতে হবে পুণ্যার্থীদের। কারণ মন্দিরে গেলে আর মিলবে না তারা মায়ের দর্শন৷ তারপীঠ মন্দির থেকে সরানো হল মা তারার বিগ্রহ। কিন্তু কোথায় গেলেন মা?

মহাপীঠ বলে পরিচিত এই তারাপীঠের মন্দির হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র ধর্মস্থান। বলা হয়, কেউ যদি সৎ হয়, তবে সে পৃথিবীর যেখানেই থাকুক না কেন, যে ধর্মাচরণই করুক না কেন, মা তারার আর্শীবাদ সর্বদা তাঁর সঙ্গে থাকবে এবং তাঁর আশা পূরণে সহায়তা করবে। মনের যাবতীয় যন্ত্রণা তিনি দূর করবেন। এমনই মায়ের মহিমা৷ তবে আপাতত মন্দিরে নেই মা৷ জানা গিয়েছে, মন্দিরের গর্ভগৃহের সংস্কারের জন্য স্থানান্তরিত করা হয়েছে তারা মায়ের মূর্তি। আদি মূর্তি সহ তারা মায়ের মূর্তি সরানো হয়েছে তারাপীঠের ভৈরবের মন্দিরে৷ আগামী এক সপ্তাহ ভৈরবের মূর্তির পাশে পূজিত হবেন তারা মা৷ 

মন্দির কমিটির তরফে জানানো হয়েছে, গর্ভগৃহ ও বেদি সংস্কারের পাশাপাশি মন্দিরে নতুন করে রঙও করা হবে। সেই কারণেই তারা মায়ের মূর্তি স্থানান্তরিত করা হয়েছে৷ করোনাকালে গর্ভগৃহ সংস্কার করা যায়নি। তাই এবার গর্ভগৃহ ও বেদি সংস্কারের কাজ হবে৷ তারপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় এপ্রসঙ্গে বলেন, ‘‘প্রায় পাঁচ বছর ধরে মা তারার মন্দিরে কোনওকম সংস্কার হয়নি। করোনার সঙ্গে সংস্কারের কাজও বন্ধ হয়ে যায়। প্রতিদিন মন্দিরে হাজার হাজার ভক্ত আসেন। মা তারার গর্ভগৃহ বন্ধ করে মন্দির সংস্কার করা কোনভাবেই সম্ভব হচ্ছিল না। কিন্তু সম্প্রতি রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে জানা যায় বেশ কিছু ট্রেন বন্ধ রাখা হবে। যেহেতু অধিকাংশ ভক্ত ট্রেনেই তারাপীঠে আসেন, ট্রেন বন্ধ থাকায়  তাঁরা আসতে পারবেন না। সেই কারণে জরুরি ভিত্তিতে এই সংস্কারের কাজ শুরু করা হয়েছে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =