র‍্যাগিংয়ের অভিযোগে বিদ্ধ বিশ্বভারতীয়ও, অভিযুক্ত ৩ পড়ুয়া

র‍্যাগিংয়ের অভিযোগে বিদ্ধ বিশ্বভারতীয়ও, অভিযুক্ত ৩ পড়ুয়া

ragging complain

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের র‍্যাগিংয়ের ঘটনা নিয়ে এখন হইচই চলছে রাজ্যে। এরই মাঝে উঠে এসেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের র‍্যাগিংয়ের অভিযোগ। এবার তালিকায় নাম লেখাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এক পড়ুয়াকে হেনস্তা করার অভিযোগ উঠেছে ৩ পড়ুয়ার বিরুদ্ধে। আর এই অভিযোগ উঠতেই নড়েচড়ে বসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই ৩ জনকে হস্টেল থেকে আপাতত বের করে অন্য জায়গায় রাখা হয়েছে। 

সূত্রের খবর, ভাষা ভবনের ইউরোপিয়ান স্টাডিজ বিভাগের তিন পড়ুয়ার বিরুদ্ধে উঠেছে এই র‍্যাগিং করার অভিযোগ। কিছু অভিভাবক এই ইস্যুতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ইউজিসিকেও অভিযোগ জানিয়েছিল। তারপরেই হস্টেল থেকে ৩ জনকে বের করে পূর্বপল্লির গেস্ট হাউসে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি ডেকে পাঠানো হয়েছে তাদের অভিভাবকদেরও। অভিযোগ পাওয়ার পরই সোমবার রাতে হস্টেলে পৌঁছন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী-সহ নিরাপত্তা কর্মীরা। তড়িঘড়ি তাদের নিয়ে ব্যবস্থা নেওয়া হয়। 

সম্প্রতি যাদবপুর কাণ্ডের মাঝেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র র‍্যাগিংয়ের অভিযোগ করে। তার দাবি, এখানেও ‘ইন্ট্রো’র নামে সিনিয়ররা তাকে দিয়ে নানা কাজ করাত। মদের গ্লাস ধোয়ানো থেকে শুরু করে মদ আনা, তার মেসের খাবার বন্ধ করে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। ছাত্রের আরও দাবি, তার ঘরে প্রস্রাব করে রাখা হত, বোমা ছোড়া হয়েছে। এই নিয়ে সে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তো বটেই পুলিশের কাছেও গিয়েছিল। কিন্তু তাতে লাভ হয়নি বলেই অভিযোগ।    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =