case filed
কলকাতা: বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের অন্তর্বর্তী উপাচার্য করার সিদ্ধান্ত নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল আদালতে। বর্তমানে রাজ্যে প্রায় ১৩ জন অন্তর্বর্তীকালীন উপাচার্য নিযুক্ত হয়েছেন রাজ্যপালের সিদ্ধান্তে। কিন্তু ইউজিসির আইনে এই নিয়ম নেই। সেই প্রেক্ষিতেই দায়ের করা হয়েছে এই মামলা।
মামলাকারী বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড: রাজেশ দাসের বক্তব্য, ইউজিসির আইনে অন্তর্বর্তী উপাচার্য করার কোনও নিয়ম নেই। রাজ্যের বিশ্ববিদ্যালয় আইনে উপাচার্যের অনুপস্থিতিতে অন্তর্বর্তীকালীন উপাচার্য করা গেলেও তাঁকে কোনও ক্ষমতা দেওয়া হয়নি। শিক্ষামন্ত্রী বা শিক্ষা দফতরের অনুমতি নিতে হয় এক্ষেত্রে। কিন্তু এই মুহূর্তে রাজ্যপালের সিদ্ধান্তে যারা অন্তর্বর্তী উপাচার্য হয়েছেন তারা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত একাধিক সিদ্ধান্ত নিচ্ছেন। তাঁর প্রশ্ন, উপাচার্য হিসেবে যখন ক্ষমতাই নেই তাহলে কী ভাবে বৈঠক ডাকা, অর্থনৈতিক সিদ্ধান্ত নিচ্ছেন নবনিযুক্ত অন্তর্বতী উপাচার্যরা?
যদিও আপাতত এই মামলা শুনতে চায়নি কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, যেহেতু এই সংক্রান্ত মামলা শীর্ষ আদালতে বিচারাধীন তার ফলে হাইকোর্ট এই মামলা শুনতে পারে না। আগের মামলা নিষ্পত্তি হলে এই মামলা শোনা হবে।