নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগ, পাহাড়ে পালিত হচ্ছে বনধ

নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগ, পাহাড়ে পালিত হচ্ছে বনধ

bandh

দার্জিলিং: ৬ বছর পর বনধ হয়েছে পাহাড়ে। আর তাতে নাজেহাল অবস্থা হয়েছে পর্যটকদের। মাটিগাড়ায় ছাত্রী খুনের ঘটনা নিয়ে এখন উত্তেজনা ছড়িয়ে উত্তরবঙ্গের কোনায় কোনায়। এরই প্রতিবাদে শনিবার ২৪ ঘন্টা পাহাড় বনধের ডাক দিয়েছে গোর্খা সেবা সেনা। তাদের ডাকা বনধকে সমর্থন জানিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা, হামরো পার্টি-সহ বিজেপিও। তাই পাহাড়ের দোকানপাট বন্ধ, রাস্তা শুনসান। 

টানা বৃষ্টি এবং বিক্ষিপ্ত জায়গায় ধসের কারণে এমনিতেই কয়েক সপ্তাহ ধরে পাহাড়ে পর্যটকরা দিশেহারা। ঠিক ভাবে যে কেউ ঘুরতে পারছেন, এমনটা নয়। এর মধ্যে শনিবারের বন্ধ গোদের ওপর বিষফোঁড়ার মতো। আসলে সোমবার রাতে স্কুলড্রেস পরা অবস্থায় ছাত্রীর মৃতদেহ উদ্ধার হওয়ার পর থেকে উত্তাপ বেড়েছে পাহাড়ে। অভিযোগ উঠেছে যে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ঘটনার ৬ ঘণ্টার মধ্যেই অবশ্য অভিযুক্ত ধরা পড়ে। কিন্তু ততক্ষণে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। এই ঘটনায় আগেই শিলিগুড়িতে বনধ ডেকেছিল বিশ্ব হিন্দু পরিষদ। আর পাহাড়ে একাধিক রাজনৈতিক দিল একসঙ্গে বনধের ডাক দিয়েছে। 

গোটা ইস্যুতে অবশ্য বিপক্ষ অবস্থান নিয়েছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। দলের সভাপতি অনীত থাপা জানিয়েছেন, তারা কমিশনারের সঙ্গে দেখা করে তাঁকে স্মারকলিপি দিয়েছেন, অভিযুক্ত গ্রেফতারও হয়েছে। তাই এই বনধ তারা সমর্থন করছেন না। কারণ তারা মানেন বনধ করে কোনও লাভ নেই। পুলিশের ওপর তাদের আস্থার কথাও বলেছেন তারা। তবে এই বনধ নিয়ে এখনও পর্যন্ত কোনও উত্তেজনা বা অপ্রীতিকর ঘটনার খবর সামনে আসেনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + four =