মামলা প্রত্যাহার করুন, না হলে খারিজ করব! শুভেন্দুকে বার্তা প্রধান বিচারপতির

মামলা প্রত্যাহার করুন, না হলে খারিজ করব! শুভেন্দুকে বার্তা প্রধান বিচারপতির

suvendu adhikari

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যু নিয়ে এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চে জনস্বার্থ মামলা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মামলা নিয়ে এবার চরম বিরক্তি প্রকাশ করলেন খোদ প্রধান বিচারপতিই। শুভেন্দুকে তাঁর স্পষ্ট বার্তা, মামলা প্রত্যাহার করুন না হলে তা খারিজ করে দেওয়া হবে। কিন্তু হঠাৎ এমন কেন মন্তব্য করলেন তিনি? কী নিয়ে বিরক্ত হলেন প্রধান বিচারপতি?

পঞ্চায়েত মামলা থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন বিজেপি বিধায়ক। বহু ক্ষেত্রে মামলার নির্দেশ তাঁর পক্ষেই গিয়েছে। কিন্তু যাদবপুরের মামলায় হল ঠিক উল্টো। শুভেন্দুর করা মামলার শুনানিতে এদিন প্রধান বিচারপতি বলেন, মনে হচ্ছে এই মামলা সংবাদপত্র দেখে করা হয়েছে। আজকাল অনেক ঘটনায় এমনটা দেখা যাচ্ছে। কিন্তু এমন কেন হবে তা নিয়েই প্রশ্ন। বিচারপতি কথায়, তিনি সংবাদপত্র থেকেই জানতে পেরেছেন যে, যাদবপুরের ঘটনায় পুলিশ নির্দিষ্ট পদক্ষেপ নিয়েছে। তাহলে এই মামলার গুরুত্ব কী, তা নিয়েই প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি। এক্ষেত্রেই মামলাকারীর আইনজীবীকে তাঁর বার্তা, ‘মামলা প্রত্যাহার করে নিন, না হলে খারিজ করে দেব।’ 

আসলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যু নিয়ে শুভেন্দু অধিকারীর দাবি ছিল, আরএসএফ (রেভলিউশনারি স্টুডেন্ট ফেডারেশন) নামে যে সংগঠন রয়েছে যাদবপুরে তারা তাঁর ওপরে আক্রমণ করেছিল। কী ভাবে যাদবপুরে এই সংগঠন কাজ করছে, প্রশ্ন তুলে এনআইএ তদন্তের দাবিতে মামলা করেছিলেন তিনি। যদিও আজ প্রধান বিচারপতির বার্তার পর মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 11 =