High Court
কলকাতা: পঞ্চায়েত ভোটে বুথ ও গণনা কেন্দ্রে গোলমাল, ব্যালট ছিনতাই, ব্যালট বক্স লুঠ, মারামারি – এমন যাবতীয় অভিযোগের নিষ্পত্তি খুব দ্রুত করতে চাইছে আদালত। সেই কারণে পঞ্চায়েত নির্বাচনের মামলার গতি বাড়াতে শনিতেই শুনানি হবে। সব মামলার সিসিটিভি ফুটেজ, যা রেজিস্ট্রার জেনারেলের অফিসে সংরক্ষিত আছে সেসব বিচারপতি অমৃতা সিনহার এজলাসে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই।
পঞ্চায়েত ভোট সংক্রান্ত যা যা অভিযোগ তার নিষ্পত্তি করতে সব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখবে আদালত। এই কাজের জন্য ব্যতিক্রমী ভাবে ২ সেপ্টেম্বর, শনিবার দিন ঠিক হয়েছে। সব পক্ষের আইনজীবীদের সঙ্গেই যাবতীয় ফুটেজ দেখবেন বিচারপতি। তাঁর মন্তব্য, বেশ কিছু মামলা আছে যার রায় দিতে হলে ওইসব ফুটেজ দেখা জরুরি। তাই শনিবার বেলা ১১ টা থেকে টানা এই মামলাগুলির জন্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে। এমনিতেই পঞ্চায়েত ভোট নিয়ে মামলার সংখ্যার কোনও শেষ নেই। এইসব মামলার বহর দেখে ইতিমধ্যেই একাধিকবার বিরক্তি প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। তবে এখন তারা দ্রুত সব মামলার নিষ্পত্তি করতে চায়।
সম্প্রতি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চও এই ইস্যুতে বিরক্তি প্রকাশ করেছে। পঞ্চায়েত সংক্রান্ত গুচ্ছ মামলা জমা পড়তেই বেঞ্চের প্রশ্ন ছিল, ”পরবর্তী পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত কি আমরা পঞ্চায়েত নির্বাচনের মামলা শুনব?” গতদিন পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত ২৬টি মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে।