বাবুল-ইন্দ্রনীল কি তর্কে জড়ালেন? বিধানসভা অন্দরে ফিসফাস

বাবুল-ইন্দ্রনীল কি তর্কে জড়ালেন? বিধানসভা অন্দরে ফিসফাস

babul supriyo

কলকাতা: দু’জন গায়ক আবার দু’জনই রাজ্য সরকারের মন্ত্রী। একজন বাবুল সুপ্রিয়, অন্যজন ইন্দ্রনীল সেন। আপাতভাবে দুজনের মধ্যে সখ্যতা থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু আজ বিধানসভায় এমন কিছু ঘটে গিয়েছে যা অন্য কথা বলছে। বিধানসভার অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, দুই মন্ত্রীর মধ্যে কাজিয়া হয়েছে কাজ নিয়ে! হ্যাঁ, ঠিক শুনছেন। এখানে প্রসঙ্গ উঠেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। 

সূত্রের খবর, সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরের ঠিক সামনেই সেই দুই মন্ত্রী খানিকটা প্রকাশ্যেই বাদানুবাদে জড়িয়ে পড়েন। বাবুলকে ইন্দ্রনীলের উদ্দেশ্যে বলতে শোনা যায়, তিনি নাকি তাঁর দফতরের কাজ আটকে দিচ্ছেন। এইভাবে তিনি সরকারি কাজ আটকাতে পারেন না। এর পাল্টা দিয়ে ইন্দ্রনীল তাঁকে বলেন, মুখ্যমন্ত্রীকে গিয়ে বলতে। যার উত্তরে বাবুল বলেন, তিনি বলেছেন, দরকার পড়লে আবার বলবেন। শেষে ইন্দ্রনীল তাঁকে প্রশ্ন করেন, তাঁর দফতরের কাজ তিনি আটকাতে যাবেন কেন। কিছু হলে মুখ্যমন্ত্রীকে বলতে। তৃণমূলের শীর্ষ সূত্রের খবর, বাবুল ইতিমধ্যেই দলের উচ্চতম মহলে বিষয়টি নিয়ে কথা বলেছেন। 

প্রসঙ্গত, ইন্দ্রনীল সেন কারিগরি শিক্ষা এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আর পর্যটন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়। দুই দফতরের মধ্যে মিল না থাকলেও ইন্দ্রনীল আবার বাবুলের দফতরের অধীন পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারপার্সন। কিছুদিন আগেই বিতর্কিত আমলা নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে ওই পদ ইন্দ্রনীলকে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − 2 =