threat letter
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র মৃত্যুতে গ্রেফতার হয়েছে প্রাক্তন ছাত্র সৌরভ চৌধুরী সহ ১২ জন। খুনের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ছাত্রমৃত্যুর ঘটনায় প্রাক্তনী এবং পড়ুয়া মিলিয়ে ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ইস্যুতে এখন তদন্ত চলছে চূড়ান্ত পর্যায়ে। ঠিক এই সময়ই হুমকি চিঠি এল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ধৃত প্রাক্তন ছাত্র সৌরভ চৌধুরীকে ‘বাঁচাতে’ হবে কার্যত এমন দাবি করেই চিঠি দেওয়া হয়েছে রেজিস্ট্রার এহং যুগ্ম রেজিস্ট্রারকে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু এবং যুগ্ম রেজিস্ট্রার সঞ্জয় গোপাল সরকার বেনামী ওই চিঠি পেয়েছেন বলে খবর। চিঠিতে লেখা হয়েছে, সৌরভ চৌধুরীর কিছু হলে দেখে নেওয়া হবে! তার গায়ে যেন কোনও আঁচড় না পড়ে। জানা গিয়েছে, এই হুমকি চিঠি পেয়ে রেজিস্ট্রার অসুস্থ হয়ে পড়েন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যেই যাদবপুর থানায় এই নিয়ে অভিযোগ দায়ের করেছে। পুলিশ সূত্রে খবর, দু’টি পোস্টকার্ডে লেখা চিঠিতে লেখার অযোগ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। বলা হয়েছে, মিথ্যে মামলায় সৌরভকে ফাঁসানো হচ্ছে, তার গায়ে একটা আঁচড় পড়লে জীবন শেষ করে দেওয়া হবে, একটি গুলিই তার জন্য যথেষ্ট।
সবথেকে বড় বিষয়, চিঠির প্রেরক হিসেবে এক ব্যক্তির নাম ব্যবহার করা হয়েছে, যাকে বলা হচ্ছে অধ্যাপক। কিন্তু পুলিশ জানতে পেরেছে, এই নামে কোনও অধ্যাপক যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নেই। অর্থাৎ পুরোটাই ভুয়ো। এর পরেই চিঠির প্রেরকের খোঁজ শুরু করেছে পুলিশ।