Interim Vice Chancellors
কলকাতা: উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাতের নয়া মোড়৷ একসঙ্গে ১৬টি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷
কিছুদিন আগেই রাজভবনের তরফে জানানো হয়েছিল, বিশ্ববিদ্যালয়গুলিতে যতদিন না স্থায়ী উপাচার্য নিয়োগ করা যাচ্ছে, ততদিন পর্যন্ত আচার্য নিজেই উপাচার্যের দায়িত্ব পালন করবেন। ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছিল যে, আচার্যর পর বিশ্ববিদ্যালয়ের সর্বময় কর্তা উপাচার্য। ফলে, তাঁর নির্দেশই শেষ৷ সেটা মেনেই কাজ করতে হবে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মীদের। এখানে রাজ্য সরকার কোনও ভাবেই হস্তক্ষেপ করতে পারে না। সরকারি নির্দেশ তাঁরা মানতে বাধ্য নন।
এই ঘোষণা হতেই রাজ্যপালের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যপালের এই বিজ্ঞপ্তির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকি পর্যন্ত দিয়েছিলেন তিনি৷
রাজভবন সূত্রের খবর, রবিবার রাতে ১৪টি বিশ্ববিদ্যালয়-সহ কল্যাণী বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এবং বেলগাছিয়ার পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য মনোনয়ন করেছেন রাজ্যপাল। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হিসেবে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক ইন্দ্রজিৎ লাহিড়ীকে নিযুক্ত করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
রাজ্যপাল এ দিন বলেন, ‘‘ওই নির্দেশিকায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, সরকারের উচিত বিশ্ববিদ্যালয়গুলির স্বায়ত্তশাসন রক্ষা করা। এই নির্দেশিকা পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য জারি করেননি৷ এটা সংবিধান, ইউজিসি আইন এবং সুপ্রিম কোর্টের নির্দেশের ভিত্তিতে তৈরি করা হয়েছে। প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসন, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন অত্যন্ত পবিত্র বিষয় এবং সকলকেই তার সম্মান করতে হবে।’’