২০৩ জন এখনও পণবন্দি! হামাসকে তোপ দাগল ইজরায়েল

২০৩ জন এখনও পণবন্দি! হামাসকে তোপ দাগল ইজরায়েল

israel

গাজা: ইজরায়েল-হামাস যুদ্ধের অন্ত কবে তা কেউ জানে না। নতুন করে একাধিক জায়গা থেকে সংঘর্ষের খবর আসছে। ইজরায়েল প্রথম থেকেই দাবি করে এসেছে যে, হামাস তাদের একাধিক নাগরিককে পণবন্দি করে রেখেছে। তাদের ছাড়া না হলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে। ইতিমধ্যেই আকাশপথ ছাড়া স্থলপথেও গাজা আক্রমণ করেছে নেতানিয়াহুর সেনা। বিস্ফোরণ ঘটিয়ে একাধিক হামাস বাঙ্কার ইতিমধ্যেই ভেঙেছে তারা। তবে সদ্য দাবি করা হয়েছে, এখন হামাসের হাতে ২০৩ জন বন্দি হয়ে আছে। 

গত ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালিয়ে কয়েকশো ইজরায়েলিকে বন্দি করেন হামাস বাহিনী। গাজায় তাদের মাটির তলার একাধিক বাঙ্কারে রাখা হয়েছে বলে জানতে পেরেছে ইজরায়েল। এও দাবি, তাদের ওপর ব্যাপক অত্যাচার করেছে তারা। মহিলা তো আছেই, শিশুদের রেয়াত করা হয়নি। তবে গাজায় স্ট্রাইক চালিয়ে কয়েকজন হামাস সদস্যকে খতম করা হয়েছে এবং কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলেও দাবি সেনার। তবে সেইভাবে পণবন্দিদের উদ্ধারে সফল হয়নি তারা। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার এখন দাবি করছে, অন্তত ২০৩ জন এখন বন্দি। তবে তারা ক’জন নাগরিক, ক’জন সেনা তা পরিষ্কার নয়। 

যদিও গতদিনেই আচমকা হামাস ঘোষণা করে, সমস্ত পণবন্দিকে ছেড়ে দিতে রাজি তারা। তবে ইজরায়েলকে একটি বড় শর্ত দিয়েছে হামাস। বলা হয়েছে, যদি ইজরায়েল গাজায় বিমান হামলা বন্ধ করে দেয় তাহলেই পণবন্দিদের ছাড়া হবে। বুধবারই গাজার এক হাসপাতালে আকাশপথে হামলায় ৫০০-র বেশি মানুষ মারা গিয়েছে। এই ঘটনায় ইজরায়েলকে দোষী বলেই দাবি করেছে হামাস বাহিনী। আর তারপরই এই শর্তের কথা জানিয়েছে তারা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *