শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অবিলম্বে ছাত্র সংসদের নির্বাচন করাতে হবে, নির্দেশ দিল হাই কোর্ট

শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অবিলম্বে ছাত্র সংসদের নির্বাচন করাতে হবে, নির্দেশ দিল হাই কোর্ট

high-court-ssc-case-hearing-commission-faces-question

high court

কলকাতা:  শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অবিলম্বে ছাত্র সংসদের নির্বাচন করানোর জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ জানায়, যে যে বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রভোট করা হয়নি, সেখানে পরিস্থিতি খতিয়ে দেখে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে। একই সঙ্গে আদালতের নির্দেশ, কোনও বিশ্ববিদ্যালয়ে যদি অ্যান্টি র‌্যাগিং কমিটি না থাকে, তাহলে তা গঠন করতে হবে।

শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সময়মতো ছাত্র সংসদের নির্বাচন করানোর জন্য কোনও নির্দেশিকা দেওয়া হয়েছি কিনা, হলফনামা দিয়ে তা রাজ্যকে জানানোর নির্দেশ দিয়েছে আদালত। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়গুলিতে র‌্যাগিং-বিরোধী কমিটি বা র‌্যাগিং-বিরোধী স্কোয়াড গঠনের নির্দেশ দেওয়া হয়েছে কি না, সে সম্পর্কেও আদালতকে অবগত করতে হবে৷ 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের রহস্য মৃত্যুর ঘটনার পরেই বিশ্ববিদ্যালয়গুলিতে র‌্যাগিং সংক্রান্ত অনিয়মের অভিযোগ তুলে হাই কোর্টে মামলা করা হয়। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বিশ্ববিদ্যালয়গুলিতে র‌্যাগিং, জুনিয়র ছাত্রছাত্রীদের উপর অত্যাচার বন্ধে প্রাক্তন সিবিআই ডিরেক্টর আর কে রাঘবনের নামে যে কমিটি গঠন করা হয়েছিল, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন এর অনুমোদিত কোনও বিশ্ববিদ্যালয়েই সেই নির্দেশিকা যথাযথ পালন করা হয়নি। ওই সব মামলার সূত্র ধরেই মঙ্গলবার রাজ্যকে বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্রভোট করানো এবং র‌্যাগিং-বিরোধী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয় আদালত৷ 

প্রসঙ্গত, ২০১৭ সাল থেকে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন হয়নি। এর ফলে র‌্যাগিং-বিরোধী নিয়মাবলিও প্রয়োগের ক্ষেত্রেও গা ছাড়া মনোভাব দেখা দিয়েছে। ক্যাম্পাসে কোনও রাজনৈতিক নিয়ন্ত্রণ না থাকায় ছাত্রদের অভিযোগ জানানোর জায়গাও নেই। সেই সব দিক বিবেচনা করেই দ্রুত নির্বাচন করানোর নির্দেশ দেওয়া হয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *