মস্কো: রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পরেও গত ১০০ দিনে পশ্চিমী দেশগুলিকে তেল ও গ্যাস রফতানি করে বিপুল পরিমাণ টাকা আয় করেছে রাশিয়া। গত ১০০ দিনে তেল ও গ্যাস রফতানি করে রাশিয়া ১০ হাজার কোটি ডলার রোজগার করেছে বলে জানা গিয়েছে। যু্দ্ধকে কেন্দ্র করে পশ্চিমী দেশগুলির সঙ্গে রাশিয়ার সম্পর্ক ক্রমে খারাপ হলেও এর প্রভাব পড়েনি তেল ও গ্যাস রফাতানির ক্ষেত্রে। সূত্রের খবর, ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্গত দেশগুলি এখনও চাহিদার ৮০ শতাংশ গ্যাস আমদানি করছে রাশিয়ার কাছ থেকে।
রাশিয়া ইউক্রেনে হামলা চালাবে না বলে কথা দিয়েছিল। তবে সেকথা রাখেনি রাশিয়া। গত ফেব্রুয়ারি থেকে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যে যুদ্ধ শুরু হয়েছে তা কবে থামবে এব্যাপারে নির্দিষ্টভাবে এখনও কিছুই বলা যাচ্ছে না। এদিকে যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে্ পশ্চিমী দেশগুলির সম্পর্ক ক্রমশ খারাপ হয়েছে। গত মার্চ মাস থেকে রাশিয়ার কাছ থেকে তেল, গ্যাস আমদানির পরিমাণ অনেকটাই কমিয়ে দিয়েছে কিছু দেশ। এসত্ত্বেও রাশিয়া গত ১০০ দিনে বিভিন্ন দেশকে তেল ও গ্যাস রফতানি করে বিপুল পরিমাণ টাকা আয় করেছে। টাকার অঙ্কে এর পরিমাণ ১০ হাজার কোটি টাকা।
এই খবর জানা গিয়েছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ক্লিন এয়ার সূত্রে। যে সমস্ত দেশ রাশিয়ার কাছ থেকে তেল ও গ্যাস কেনা অনেকটাই কমিয়েছে সেই দেশগুলির মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্ থেকে শুরু করে ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন দেশ। তবে রাশিয়া থেকে ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্গত বিভিন্ন দেশ তেল এবং গ্যাস আমদানি পুরোপুরিভাবে বন্ধ করেনি।
এপর্যন্ত রাশিয়া তেল ও গ্যাস আমদানি করে যে বিপুল পরিমাণ টাকা আয় করেছে এর ৬১ শতাংশই কিনেছে ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্গত দেশগুলি থেকে। তবে এখন রাশিয়া তেল ও গ্যাস রফতানি করছে তুলনায় কম পরিমাণে। গত মার্চে তেল ও গ্যাস রফতানি করে রাশিয়া দৈনিক ১০০ কোটি ডলার আয় করেছে। তবে মার্চে পর থেকে রাশিয়ার রোজগার কিছুটা ধাক্কা খেয়েছে বলে সূত্রের খবর।
এই পরিস্থিতিতে রাশিয়া খানিক বিপাকে পড়ে এবার তেল ও গ্যাস রফতানির জন্যে নতুন বাজার খুঁজছে। রাশিয়া থেকে বর্তমানে তেল ও গ্যাস আমদানি বাড়িয়েছে ভারত। ভারত ছাড়াও ফ্রান্স, চিন, সৌদি আরব রাশিয়া থেকে বেশি পরিমাণে তেল ও গ্যাস কিনছে বলে জানা গিয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, চলতি বছরে তেল ও গ্যাস রফতানিবাবদ রাশিয়ার আয় আরও অনেকটাই কমতে পারে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, আগামীদিনেও তেল ও গ্যাস রফতানি করে রাশিয়ার লাভজনক ব্যবসা করবে। কারণ পশ্চিমী দেশগুলি রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানি করবে্ নিজের স্বার্থেই। বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়ন তার গ্যাসের চাহিদার ৮০ শতাংশই রাশিয়ার কাছ থেকে আমদানি করছে।