জেনেভা: করোনা ভাইরাসের মতোই মাঙ্কিপক্স নিয়ে অনুভুতি হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার। পরিস্থিতি এমন দিকে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে যে, এই রোগকে মহামারী ঘোষণা করে দিতে পারে তারা। একই সঙ্গে এও জানা গিয়েছে, মাঙ্কিপক্সের নাম বদল হয়ে যেতে পারে। খুব শীঘ্রই এই নিয়ে সিদ্ধান্ত নেবেন ‘হু’-র বিশেষজ্ঞরা। তবে কেন তাকে মহামারী ঘোষণার অবস্থা তৈরি হল? বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট বলছে, ইতিমধ্যেই ৩০ দেশের ছড়িয়ে পড়েছে এই মাঙ্কিপক্স।
আরও পড়ুন- ভিনগ্রহের বাসিন্দাদের সাংকেতিক আমন্ত্রণ নাসার, আতঙ্কে বিজ্ঞানীদের একাংশ
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মাঙ্কিপক্স নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে একটি কমিটি গঠন করা হয়েছে। এই ভাইরাসকে মহামারী তকমা দেওয়া উচিত কিনা, তা নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে ওই কমিটি। যে ৩০ দেশে এই ভাইরাস ছড়িয়েছে সেখানে সংক্রমণ পরিস্থিতি খুব একটা সুখকর নয়। জানা গিয়েছে, যত দিন যাচ্ছে তত বেশি সংক্রমণ বাড়ছে দেশ গুলিতে। তাই ‘হু’-র তরফে টুইট করে জানান হয়েছে, বিশ্বের একাধিক বিশেষজ্ঞ এবং গবেষকদের সঙ্গে আলোচনা করে মাঙ্কিপক্স ভাইরাসের নাম পরিবর্তন করার কথা ভাবা হচ্ছে। যত দ্রুত সম্ভব এই নিয়ে ঘোষণা করা হবে।
তবে কেন হঠাৎ নাম বদলের দরকার পড়ল ভাইরাসের? বিশ্ব স্বাস্থ্য সংস্থার বক্তব্য, নিয়ম অনুযায়ী কোনও এলাকা বা পশুপাখির নাম অনুসারে কোনও ভাইরাসের নাম দেওয়া যেতে পারে না। ভাইরাসের আসল চরিত্র চিহ্নিত করতেই নাম দিতে হবে। সে কারণেই খুব তাড়াতাড়ি এই ভাইরাসের নাম বদল হবে। যদিও এখনও এটা পরিষ্কার নয় যে, এই ভাইরাস এল কোথা থেকে? কেউ কেউ বলছেন, করোনা ভাইরাস এর জন্য দায়ি, আবার কারোর মতে, ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলেই এই অবস্থা।