mlas
কলকাতা: ফের বাড়ল রাজ্যের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিধায়কদের বেতন৷ প্রত্যেক স্তরেই ৪০ হাজার টাকা করে বেতন বৃদ্ধি করেছে সরকার। বৃহস্পতিবার বিধানসভায় এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নিজের বেতন তিনি বাড়াচ্ছেন না৷ সে কথাও সাফ জানিয়ে দেন মুখ্যমন্ত্রী৷
এদিন বিধানসভায় ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমাদের রাজ্যের বিধায়কদের বেতন দেশের মধ্যে সবচেয়ে কম। তাই রাজ্য সরকার বিধায়কদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে।’’ তবে তিনি নিজের বেতন বৃদ্ধি করবেন না বলেই বিধানসভার অধিবেশনেই স্পষ্ট করে দিয়েছেন।
রাজ্যের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিধায়ক-এই তিন স্তরেই বেতন বৃদ্ধি করা হয়েছে। এর আগে বিধায়কদের বেতন ছিল মাসে ১০ হাজার টাকা। সেটাই এবার একলাফে বেড়ে হল ৫০ হাজার টাকা। অন্যদিকে, রাজ্যের প্রতিমন্ত্রীরা এত দিন মাসে ১০ হাজার ৯০০ টাকা পেতেন। এখন থেকে তাঁরা পাবেন ৫০ হাজার ৯০০ টাকা। এ ছাড়াও, রাজ্যের পূর্ণমন্ত্রীরা এতদিন মাসে ১১ হাজার টাকা পেতেন। তাঁরা এবার থেকে বেতন বাবদ পাবেন ৫১ হাজার টাকা৷
সরকারের বেতন কাঠামো অনুযায়ী, ভাতা এবং কমিটির বৈঠকে যোগদানের জন্য সবমিলিয়ে বিধায়করা সর্বোচ্চ ৮১ হাজার টাকা পেতেন। এ বার থেকে তাঁদের পাবেন মোট ১ লক্ষ ২১ হাজার টাকা। অন্যদিকে, রাজ্যের বিরোধী দলনেতা, পূর্ণমন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা এত দিন ভাতা ইত্যাদি মিলিয়ে পেতেন ১ লক্ষ ১০ হাজার টাকা৷ এ বার থেকে তাঁরা পাবেন প্রায় দেড় লক্ষ টাকা। পুজোর আগে রাজ্যের মন্ত্রী বিধায়কদের সুখবর দিলেন মুখ্যমন্ত্রী৷