partha chatterjee
কলকাতা: নিয়োগ কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের শুক্রবার নিম্ন আদালতে আবার জামিনের শুনানি ছিল। তবে তাঁর জামিন পাওয়া কোনও ভাবেই যে সহজ নয় তা সকলের জানা। আজও জামিন মেলেনি। তবে এদিন জামিন নিয়ে নয়, অন্য একটি বিষয় নিয়ে বিষণ্ণ হতে দেখা গিয়েছে পার্থকে। সাংবাদিকদের প্রশ্নে তিনি জনপ্রিয় এক গানের কলি উল্লেখ করে উত্তর দিয়েছেন তার।
আসলে এদিন জামিনের শুনানিতে আদালতে এসেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। বেরোনোর পথে তাঁর মুখে শোনা যায় মান্না দে’র গাওয়া গানের লিরিক। বিষয় হল, এতদিন ধরে নাকতলার দুর্গাপুজোর প্রধান উপদেষ্টা ছিলেন তিনি। তবে এবার সেই পদে বসানো হয়েছে রাজ্যের অন্য এক মন্ত্রী অরূপ বিশ্বাসকে। এই নিয়ে পার্থকে প্রশ্ন করা হয় যে, নাকতলার পুজোতে তো তাঁর নাম থাকল না। এই প্রসঙ্গেই উত্তর দিতে গিয়ে পার্থ বলেন, ”হৃদয়ে লেখা নাম রয়ে যাবে।” সকলেই জানেন এটি মান্না দে-র একটি প্রেমের গানের কথা। যদিও আজ কোনও গান করেননি পার্থ, শুধু গানের কথায় উত্তর দিয়েছেন।
গত এক বছর দেড় মাস হেফাজতে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এর মধ্যে একটি পুজো প্রেসিডেন্সি জেলেই কেটেছে তাঁর। বছর ঘুরলেও এখনও জামিনে মুক্তি পাননি তিনি, কবে পাবেন, আদৌ পাবেন কিনা তাও জানেন না। জামিনে মুক্তি চেয়ে ইতিমধ্যেই নিম্ন আদালতের পাশাপাশি কলকাতা হাইকোর্টেও আবেদন করেছেন পার্থ। তবে শুনানি এখনও দেরি। তাই অনুমান, এই পুজোতেও পার্থ চট্টোপাধ্যায়কে জেলেই থাকতে হবে।