রাজ্যপাল বোসের বিরুদ্ধে আন্দোলনের পথে তৃণমূলের ছাত্র পরিষদ, ২২ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

রাজ্যপাল বোসের বিরুদ্ধে আন্দোলনের পথে তৃণমূলের ছাত্র পরিষদ, ২২ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

TMC Student

কলকাতা: রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ এবং প্রশাসনিক বিষয়ে নিয়ন্ত্রণ নিয়ে রাজ্য-রাজভবন সংঘাত তুঙ্গে। এই আবহেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের কর্মকাণ্ডের বিরুদ্ধে পথে নামতে চলেছে তৃণমূলের ছাত্র সংগঠন। আজ অর্থাৎ ১১ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর, শুক্রবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলবে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ কর্মসূচি৷ (TMC Student )

রাজ্যের মোট ২২টি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে। সোমবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ছাত্র পরিষদের বিক্ষোভ কর্মসূচি রয়েছে। মঙ্গলবার কর্মসূচি পালন করা হবে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এবং কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হবে বুধবার। বিশ্বভারতী, আলিয়া এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি রয়েছে বৃহস্পতিবার। শুক্রবার, কর্মসূচির শেষ দিনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখাবে তৃণমূল ছাত্র পরিষদ। তাদের এই কর্মসূচির পোস্টারে লেখা হয়েছে- ‘‘রাজ্যের উচ্চ শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে, বিশ্ববিদ্যালয়গুলিকে সচল রাখতে এবং ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষা করার লক্ষ্যে অবস্থান বিক্ষোভ।’’

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে রাজভবনের সঙ্গে সংঘাতে জড়িয়েছে রাজ্যের শিক্ষা দফতর৷ গত মঙ্গলবার ধন ধান্য প্রেক্ষাগৃহ থেকে শিক্ষক দিবসের সরকারি অনুষ্ঠান থেকে রাজ্যপালের কর্মকাণ্ড নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর সাফ হুঁশিয়ারি, কোনও বিশ্ববিদ্যালয় রাজভবনের কথা মেনে চললে টাকা দেওয়া বন্ধ করে দেবে রাজ্য। যদিও সেই হুঁশিয়ারিকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে ওই দিন রাতেই কৃষ্ণনগরের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তিকালীন উপাচার্য হিসাবে অধ্যাপক কাজল দে-কে নিয়োগ করেন রাজ্যপাল। রাজ্যের সঙ্গে কোনও রকম আলোচনা ছাড়াই তিনি এই নিয়োগ করেন বলে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *