board
কলকাতা: পর্ষদের অনুমতি ছাড়াই খাস কলকাতায় ৩২ বছর ধরে চলছিল একটি বেসরকারি স্কুল। সম্প্রতি কলকাতা হাই কোর্টে একটি মামলার প্রেক্ষিতে বিষয়টি সামনে আসে। আর মামলা হতেই কলকাতার রিপন স্ট্রিটের সংশ্লিষ্ট ইংরেজি মাধ্যম স্কুলের ৩০০ জন ছাত্র-ছাত্রীর রেজিস্ট্রেশন আটকে গেল৷ সোমবার মামলার শুনাতিতে যার জন্য পর্ষদকে তীব্র ভর্ৎসনা করল উচ্চ আদালত।
এই মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসুর পর্যবেক্ষণ, “এই ঘটনা থেকেই স্পষ্ট যে, বেসরকারি স্কুলের ওপর বোর্ডের কোনও নিয়ন্ত্রণ নেই। বোর্ড জানেই না রাজ্যে কত বেসরকারি স্কুলের স্থায়ী অনুমোদন আছে!”
দশম শ্রেণির রেজিস্ট্রেশন পূরণের শেষ দিন আগামী ১৫ সেপ্টেম্বর। কিন্তু, মামলাকারীদের দাবি, সংশ্লিষ্ট স্কুলের নাকি অনুমোদনই নেই। মামলার গেরোয় অথৈ জলে পড়েছে স্কুলের ৩০০ পড়ুয়া। এই অবস্থায় জরুরি ভিত্তিতে মামলার শুনানির জন্য বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন হাই কোর্টের প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু, এই ঘটনায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি। ১৩ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি হবে বলে জানানো হয়েছে।
জানা গিয়েছে, সংশ্লিষ্ট স্কুলের এক শিক্ষিকা ২০১৭ সালে ওই স্কুলের চাকরি থেকে অবসর নেন৷ কিন্তু তিনি জীবিত থাকাকালীন পেনশন পাননি। সম্প্রতি ওই বিষয়ে কলকাতা হাই কোর্টে মামলা করেন ওই মৃত শিক্ষিকার স্বামী। তাতেই জানা যায়, পর্ষদের অনুমতি ছাড়াই কলকাতার বুকে ৩২ বছর ধরে চলছে ইংরেজি মাধ্যমের ওই বেসরকারি স্কুলটি। এ কথা প্রকাশ্যে আসার পরই হতবাক হয়েছিলেন বিচারপতি। এদিন ৩০০ পড়ুয়ার ভবিষ্যৎ অনিশ্চিত জেনেই তীব্র ভর্ৎসনা করলেন বোর্ডকে৷