Governor
কলকাতা: মঙ্গলবার বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পেন এবং দুবাই সফর করে দেশে ফেরার কথা তাঁর। তবে মুখ্যমন্ত্রীর এই সফরের আগে তাঁকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এমনিতেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাঁকে পরপর নিশানা করে চলেছেন। এমনকি ‘ভ্যাম্পায়ার’ বলতেও বাকি রাখেননি। এই অবস্থায় নাম না করে তাঁকে কটাক্ষ করেছেন রাজ্যপাল। আর মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার কথাও বলেছেন।
সম্প্রতি নবান্ন এবং দিল্লিতে একটি চিঠি পাঠানো নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন রাজ্যপাল। সোমবার রাজভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সেই চিঠি প্রসঙ্গেই কথা বলতে গিয়ে বলেন, যেটা গোপনীয়, সেটা গোপনীয়। তিনি কিছু জানাতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রীকে। আবার তিনি এও বলেন, মুখ্যমন্ত্রী বিদেশ সফরে যাচ্ছেন। তাই তার আগে তাঁর ওপর কোনও চাপ তৈরি করতে তিনি চান না। তিনি ফিরে এলে বিষয় নিয়ে আলোচনা হবে। আদ্যপ্রান্ত নিরলস মন্তব্য হলেও এর মধ্যে বড় বিষয়ে খুঁজে পাচ্ছেন বিশেষজ্ঞরা। তাদের বক্তব্য, এদিন সরাসরি রাজ্যের শিক্ষামন্ত্রী সঙ্গে কোনও রকম আলোচনার জায়গা রাখেননি রাজ্যপাল। তাঁর অপর একটি মন্তব্যেই তা পরিষ্কার।
আসলে রাজ্যপাল সিভি আনন্দ বোস এদিনই জানিয়েছেন, যদি কিছু বলার থাকে বা কোনও কিছুর প্রয়োজন হয়, তাহলে তিনি তাঁর সংবিধানিক সহকর্মী মুখ্যমন্ত্রীকে বলবেন, তাঁর সঙ্গে আলোচনা করবেন। কিন্তু কোনও অধস্তন সহকর্মীকে কিছু বলবেন না। এই ‘অধস্তন সহকর্মী’ যে কে, তা বুঝতে কারোর বাকি নেই। ক’দিন আগেই রাজ্যপালের এক মন্তব্যকে কটাক্ষ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নাম না করেই তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘শহরে নতুন রক্তচোষা (ভ্যাম্পায়ার) এসেছে।’ তারপরই বিতর্ক আরও বেড়েছিল।