abhishek banerjee
কলকাতা: আজ, বুধবার দিল্লিতে বিজেপি-বিরোধী জোটের ‘সমন্বয় কমিটি’র বৈঠক৷ আজই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি৷ বুধবার সকালে কলকাতায় ইডি-র দফতরে হাজিরা দেওয়ার কথা তাঁর৷ এ বিষয়ে দলের তরফে সাংবাদিক বৈঠকে কিছু স্পষ্ট করা না হলেও, মঙ্গলবার তৃণমূল সূত্রে তেমনটাই জানা গিয়েছে। রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক এ প্রসঙ্গে বলেন, ‘‘উনি (অভিষেক) তদন্তের মুখোমুখি হতে ভয় পান না৷ সেটা আগামিকাল আপনারা দেখতেই পাবেন৷”
মঙ্গলবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক চলার মাঝেই মেলে স্বস্তির খবর৷ প্রাথমিক নিয়োগ মামলায় রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ মঙ্গলবার উচ্চ আদালত জানায়, নতুন করে তাঁর কোনও রক্ষাকবচের প্রয়োজন নেই৷ কারণ, ইডি ইতিমধ্যেই মৌখিক প্রতিশ্রুতি দিয়ে রেখেছে।
বুধবার ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির বৈঠকে অভিষেক যোগ দেবেন কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছিল৷ মঙ্গলবার বিকেলে এ নিয়ে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের দুই মন্ত্রী শশী পাঁজা এবং পার্থ ভৌমিক। পার্থ বলেন, “আসলে অভিষেকের শিরদাঁড়াটা সোজা, শুভেন্দুর মতো উনি শিরদাঁড়া বিক্রি করেননি।’’
এদিকে, ইডি-র তলবের কথা নিজেই জানিয়েছিলেন অভিষেক। রবিবার টুইট করে জানান, ‘‘দিল্লিতে ইন্ডিয়ার সমন্বয় কমিটির প্রথম বৈঠক হবে ১৩ সেপ্টেম্বর, যে কমিটিতে আমিও এক জন সদস্য। কিন্তু ইডি ওই দিনই আমাকে হাজিরা দেওয়ার জন্য নোটিস দিয়েছে! এই মাত্র সেই নোটিস পেলাম। ৫৬ ইঞ্চি ছাতির কাপুরুষতা ও অন্তঃসারশূন্যতা দেখে আমি বিস্মিত৷’’