trinamool
কলকাতা: বছর ঘুরলেই লোকসভা ভোট। কেন্দ্রের মসনদ থেকে বিজেপি’কে উৎখাত করতে জোট বেঁধেছে অ-বিজেপি রাজনৈতিক দলগুলি৷ কিন্তু এখনও আসন রফা হয়নি৷ এরই মধ্যে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, লোকসভা নির্বাচনে বাংলার বাইরেও কি প্রার্থী দেবে কি তৃণমূল কংগ্রেস? যদি ভিন রাজ্যে প্রার্থী দেয়, তাহলে কোন কোন রাজ্যে প্রার্থী দেওয়া হব? সূত্রের খবর, বাংলার বাইরে অসম এবং মেঘালয়ে প্রার্থী দেওয়ার ভাবনা রয়েছে তৃণমূলের। যদিও এব্যাপারে তৃণমূলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ‘ইন্ডিয়া’ জোটের আলাপ-আলোচনার মাধ্যমেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷
পশ্চিমবঙ্গে ৪২টি লোকসভা আসন রয়েছে। লোকসভায় শাসক দলের টার্গেট ৪২-এ ৪২৷ এই আসনগুলির মধ্যে জোট শরিক কংগ্রেসকে কোনও আসন ছাড়া হবে কি না, সে বিষয়েও তৃণমূলের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এ নিয়ে জল্পনা রয়েছে রাজনীতির কারবারিদের।
এরই মাঝে প্রশ্ন তৃণমূল যদি বাংলার বাইরে কোনও রাজ্যে প্রার্থী দেয়, তাহলে কোথায়? সূত্রের খবর, তৃণমূলের নজরে রয়েছে অসম ও মেঘালয়। অসমে তিলে তিলে সংগঠনকে শক্তিশালী করার কাজ করে চলেছেন রিপুন বোরা, সুস্মিতা দেবরা৷ অসমবাসী সুস্মিতা দেবকে তৃণমূল রাজ্যসভার সাংসদও করেছিল। তবে সম্প্রতি তাঁর সেই মেয়াদ ফুরিয়েছে। তাঁকে নতুন করে অবশ্য টিকিট দেয়নি তৃণমূল৷ ২০১৪ সালের লোকসভা নির্বাচনে শিলচর লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন সুস্মিতা। বর্তমানে এই আসনটি সংরক্ষিত হওয়ায় সেখান থেকে তাঁকে আর প্রার্থী করা যাবে না। পাশের কোনও কেন্দ্র থেকে সুস্মিতাকে প্রার্থী করা যায় কি না, তা নিয়ে বিস্তর আলোচনা চলছে বলেই গুঞ্জন৷
মেঘলয়েও রাজ্যে তৃণমূলের সংগঠন রয়েছে। সেখানেও একটি আসনে প্রার্থী দিতে পারে তৃণমূল৷