fake
কলকাতা: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সেক্রেটারি বলে ফোন, ২৫ হাজার টাকা দিলেই পাওয়া যাবে জাতীয় পুরষ্কার! এমন একটু প্রতারণাচক্র চলছে চারিদিকে। স্রেফ টাকা ফেললেই মিলতে পারে ‘পদ্মশ্রী’, এমন দাবি করে আর্থিক তছরুপের চেষ্টা করা হচ্ছে। সম্প্রতি কলকাতা মেডিক্যাল কলেজের সুপারের কাছে এমন একটি ফোন আসার পর বিষয়টি নিয়ে চাঞ্চল্য আরও বেড়েছে। ইতিমধ্যেই পুলিশকে এই বিষয়টি সম্পর্কে জানানো হয়েছে। তারা পদক্ষেপ করছে খতিয়ে দেখার চেষ্টা করছে যে এর পিছনে কে বা কারা আছে।
জানা গিয়েছে, কলকাতা মেডিক্যাল কলেজের সুপারের কাছে কয়েকদিন আগে একটি ফোন আসে। তাতে ব্যক্তি দাবি করে যে সে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সেক্রেটারি এবং বাঙালি। তাই বাঙালি প্রতিভা দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারে না! এই দাবি করে সে সুপারকে বলে, মাত্র ২৫ হাজার টাকা দিলে ফর্ম-টর্ম নিজেই নামিয়ে সে রাষ্ট্রপতি ভবনে পাঠিয়ে দেবে। এই ফোন আসার পরেই সন্দেহ হয় চিকিৎসকের। এমনভাবে টাকা দিলে জাতীয় পুরষ্কার পেয়ে যাবেন তিনি এটা ভাবতেই পারেন না তিনি। তাই তড়িঘড়ি পুলিশকে খবর দেন ওই চিকিৎসক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেডিক্যাল কলেজের সুপার ছাড়াও এমন ফোন গিয়েছে মেডিক্যালের এক পদস্থ স্বাস্থ্যকর্তার কাছে। এছাড়াও অন্যান্য জায়গার চিকিৎসকদেরও এরকম ফোন করা হয়েছে। কয়েক বছর আগে রাষ্ট্রপতি ও রাষ্ট্রপতি ভবনের নাম ভাঁড়িয়ে প্রতারণার একটি চক্র সক্রিয় ছিল। সেই চক্রের লোকজন ধরা পড়ার পর কিছুদিন বন্ধ ছিল এই কারবার। এখন তারাই আবার নতুন করে ফিরেছে কিনা, তদন্ত চলছে।