hc
কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় কলকাতা হাইকোর্টে বড় সিদ্ধান্ত নিল। আলিপুর বিশেষ আদালতের নির্দেশের ওপর কোনও অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিলেন না বিচারপতি অমৃতা সিনহা। তবে ইডি আধিকারিকদের বিরুদ্ধে এখনই কোনও পদক্ষেপ নয় বলে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে নতুন করে তাদের ইমেলের মাধ্যমে তলব করবে না রাজ্য পুলিশ। আগামী ২১ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি।
বুধবার তৃণমূল নেতাকে তলব করেছিল কেন্দ্রীয় সংস্থা ইডি৷ সেই কারণে রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে আবেদন জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এর ৪৮ ঘণ্টার মধ্যেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে গিয়েছিল খোদ ইডি! অভিযোগ ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা থেকে ১৬ টি ফাইল ডাউনলোড করাকে কেন্দ্র করে তদন্তকারী আধিকারিকদের ‘হেনস্থা’ করছে কলকাতা পুলিশ। তাঁদের সাফ বক্তব্য ছিল, তদন্তের নামে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যুক্ত ইডি অফিসারদের অকারণ হেনস্থা করা হচ্ছে। তবে কলকাতা হাইকোর্টের নির্দেশে আপাতত কিছুটা স্বস্তি পেল ইডির আধিকারিকরা।
প্রসঙ্গত, সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমেরিকায় গিয়েছিলেন চোখের চিকিৎসা করাতে৷ তিনি কলকাতায় ফিরতেই তাঁর সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে তল্লাশি অভিযান চালায় ইডি-র গোয়েন্দারা। সেই সময়েই অভিষেকের অফিসের একটি কম্পিউটারে ১৬টি ফাইল ডাউনলোড করেন এক অভিসার৷ এই ঘটনায় লালবাজারে অভিযোগ জানান লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার এক অ্যাকাউন্ট্যান্ট। তাঁর অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে লালবাজার।