মাদ্রিদ: স্পেন সফরে গিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সফর থেকেই এবার এল সুখবর। বাংলার ক্রীড়াজগত যে তাতে উপকৃত হতে চলেছে তা বলাই বাহুল্য। কারণ বঙ্গ ফুটবলের জন্য কলকাতায় অ্যাকাডেমি গড়তে চলেছে ‘লা লিগা’ বলে জানা গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরে সামিল হয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় সহ ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ক্লাবের কর্তারা।
ভারত তথা বাংলার ফুটবলের উন্নতির জন্য একটি অ্যাকাডেমি গড়তে চায় লা লিগা। স্পেনের ওই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হয়ে এমনটাই জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানে ছিলেন খোদ লা লিগার সভাপতি জাভিয়ের তেভাস। জানা গিয়েছে, খুব শীঘ্রই লা লিগার একটি প্রতিনিধি কলকাতায় আসবে। অ্যাকাডেমি গড়ার ক্ষেত্রে যা যা করনীয় তা করবে রাজ্য সরকার এবং জমির ব্যবস্থাও করবে তারা। মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, লা লিগার কর্তাদের সঙ্গে তাঁর বিস্তারিত কথা হয়েছে এবং দুই পক্ষের মধ্যে একটি মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আগামী দিনে ক্রীড়া ক্ষেত্রে বাংলা যে উপকার পাবে এই চুক্তির মাধ্যমে তা স্পষ্ট করা হয়েছে।
ভারতীয় ফুটবলে বর্তমানে স্প্যানিশ ছোঁয়া ভীষণ ভাবেই আছে। আইএসএল, আই লীগ মিলিয়ে একাধিক দলের কোচ থেকে শুরু করে ফুটবলার এমনকি সাপোর্ট স্টাফ পর্যন্ত স্পেনের নাগরিক দেখা যাচ্ছে। আর তারা যে সাফল্য পাচ্ছেন না এমনও নয়। তাই এই চুক্তি হলে এবং লা লিগা সরাসরি ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত হলে আখেরে যে দেশের লাভ, তা অস্বীকার করা যায় না।