বাংলাদেশে বাড়ল দুর্গাপুজোর সংখ্যা, ধর্ম নিয়ে বড় বার্তা প্রধানমন্ত্রী হাসিনার

বাংলাদেশে বাড়ল দুর্গাপুজোর সংখ্যা, ধর্ম নিয়ে বড় বার্তা প্রধানমন্ত্রী হাসিনার

durga puja

ঢাকা: আজ ষষ্ঠী। দুর্গাপুজোর আনন্দে ইতিমধ্যেই ভেসে গিয়েছে বাঙালি। শুধু পশ্চিমবঙ্গ বা ভারতের নানা প্রান্তে থাকা বাঙালি নয়, বিশ্বের যে যে জায়গায় বাঙালি আছে, সেইসব জায়গায় এখন দুর্গাপুজোর আমেজ। আর এই অনুভূতি থেকে বাংলাদেশও বাদ যায় না। পরিসংখ্যান অনুযায়ী, পড়শি দেশে চলতি বছর দুর্গাপুজোর সংখ্যা বেড়েছে। রাজধানী ঢাকাতেও আগের থেকে বেশি পুজো হচ্ছে এবার। 

গত বছর বাংলাদেশে ৩২ হাজারের কিছু বেশি পুজো হয়েছিল। এবার জানা গিয়েছে, সেই সংখ্যাটা প্রায় ৩২ হাজার ৪০০। অন্যদিকে, দেশের রাজধানী ঢাকায় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে ২৪৫টি মন্দিরে, গত বছর এই সংখ্যাটি ছিল ২৪২। দুর্গাপুজো নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বছরের পর বছর ধরে সেই সম্প্রীতি বজায় রেখে আসছে। এবারও তার ব্যতিক্রম হবে না। ধর্ম সকলের আলাদা হলেও, উৎসব সবার। এছাড়া তিনি এও জানান, সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে দেশে। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য নিরাপদ স্থান। 

অতীতে বাংলাদেশে দুর্গাপুজোর সময়ে গণ্ডগোল হতে দেখা গিয়েছে। মণ্ডপ পোড়ানো থেকে শুরু করে প্রতিমা ভাঙার মতো ঘটনাও ঘটেছে। তা নিয়ে দেশে আতঙ্কিত ছিলেন সাধারণ নাগরিকরা। কিন্তু সেইসব বেদনাদায়ক স্মৃতি পিছনে ফেলে এগিয়ে যাওয়ার চেষ্টায় দেশ।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − four =