দমদম স্টেশনে ঢোকার আগে বিপত্তি, লাইনচ্যুত কল্যাণী-মাঝেরহাট লোকাল

দমদম স্টেশনে ঢোকার আগে বিপত্তি, লাইনচ্যুত কল্যাণী-মাঝেরহাট লোকাল

local train

কলকাতা: দমদমে স্টেশনে ঢোকার আগে বিপত্তি৷ লাইনচ্যুত ডাউন কল্যাণী-মাঝেরহাট লোকাল ট্রেন। এই দুর্ঘটনার ফলে একটি বগি ট্র্যাকের বাইরে চলে এসেছে। কামরার মাঝের দিকের দুটো চাকা লাইন থেকে নেমে গিয়েছে বলে খবর। শনিবার ৯টা ৫২ মিনিটে অফির টাইমে এই ঘটনাটা ঘটে। ট্রেন লাইনচ্যুত হতেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। ট্রেনের গতিবেগ কম থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে মনে করছেন রেল কর্তারা৷

গত পাঁচ দিনের মধ্যে এ নিয়ে দ্বিতীয় বার দুর্ঘটনার সাক্ষী থাকল দমদম স্টেশন। গত মঙ্গলবার দমদম স্টেশনে না ঢুকে মাঝের একটি লাইনে ঢুকে পড়েছিল একটি শিয়ালদহগামী লোকাল ট্রেন। এই ঘটনায় হুলস্থূল পড়ে গিয়েছিলেন যাত্রীদের মধ্যে। ট্রেন স্টেশনে না ছোঁয়ায় ওঠা-নামাও করতে পারেননি যাত্রীরা। ওই ভাবেই মিনিট ২০ দাঁড়িয়ে থাকে লোকাল ট্রেনটি। রেলের বক্তব্য ছিল, প্রযুক্তিগত ত্রুটির কারণেই ভুল ট্র্যাকে চলে গিয়েছিল ট্রেন। প্যানেলের সমস্যার কারণেই ছিল ভোগান্তি৷ সেই ঘটনার রেশ কাটার আগেই শনিবার সকালে যে ভাবে ট্রেনের দুটো চাকা লাইনচ্যুত হল, তাতে রেলের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠেছে৷ কারণ, ট্রেনের গতি একটু বেশি থাকলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। কয়েক মাস আগে বাহানাগার করমণ্ডল দুর্ঘটনার পরেও কেন হুঁশ ফেরেনি রেলের? কেন বারাবার পুনরাবৃত্তি হচ্ছে? তা নিয়ে প্রশ্ন উঠছেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =