flat scam
কলকাতা: ফ্ল্যাট প্রতারণা মামলায় অভিযুক্ত অভিনেত্রী নুসরত জাহানের বিরুদ্ধে এবার উঠে এল চাঞ্চল্যকর তথ্য৷ এই মামলার তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা জানতে পেরেছেন যে, বিতর্কিত সংস্থা ‘সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’ -এর কাছ থেকে নিয়মিত ভাতা পেতেন বসিরহাটের তৃণমূল সাংসদ৷
টাকা দিয়েও ফ্ল্যাট না পাওয়ার ঘটনায় সেভেন সেন্সেস নামে ওই সংস্থার বিরুদ্ধে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেছিলেন প্রতারিতরা। সেই মামলার তদন্তের স্বার্থেই অভিনেত্রী নুসরত এবং সংস্থার ২ ডিরেক্টর রাকেশ সিং এবং অভিনেত্রী রূপলেখা মিত্রকে ডেকে পাঠানো হয় ইডি-র দফতরে। গত মঙ্গলবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ফাইলপত্র নিয়েই হাজিরা দেন বসিরহাটের সাংসদ৷ প্রায় ৬ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করার পর বেরিয়ে আসেন নুসরত।
ইডি সুত্রে খবর, তাদের হাতে এসেছে ওই সংস্থার নিয়োগপত্র। তাতে দেখা গিয়েছে, নুসরত নিয়মিত ওই সংস্থা থেকে ভাতা পেতেন৷ এর আগে বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা নুসরতের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন, সেভেন সেন্সেস কোম্পানির অন্যতম ডিরেক্টর ছিলেন অভিনেত্রী। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন নুসরত৷ তাঁর দাবি, তিনি ওই সংস্থার সঙ্গে জড়িত নন। তিনি শুধুই ওই সংস্থা থেকে ঋণ নিয়েছিলেন।
অভিনেত্রীর দাবি, ফ্ল্যাট কেনার জন্য ‘সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’ থেকে ১ কোটি ১৬ লক্ষ ৩০ হাজার ২৮৫ টাকা লোন নিয়েছিলেন তিনি। ২০১৭ সালে সুদ-সহ ১ কোটি ৪০ লক্ষ ৭১ হাজার ৯৯৫ টাকা কোম্পানিকে শোধও করে দেন। ওই সংস্থার সঙ্গে এর বাইরে আর কোনও যোগাযোগ নেই। তিনি কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত নন বলেও দাবি করেন অভিনেত্রী সাংসদ। এদিকে, সংস্থার আরও এক ডিরেক্টর রাকেশ সিং-এর দাবি, নুসরত তাঁদের সংস্থা থেকে ঋণ নেননি। এখন ইডি-র হাতে যে তথ্য এসেছে তাতে দাবি, ওই রিয়েল এস্টেট সংস্থার ডিরেক্টর পদেই ছিলেন নুসরত৷