tmc
কলকাতা: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকে বড়সড় অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস। রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি লিখে তাঁর বিরুদ্ধে নালিশ জানান। সম্প্রতি বিদেশ সফরের মাঝে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্খের সাক্ষাৎ হয়। তাঁদের দুজনের মধ্যে কিছু কথাও হয়েছিল। সেই কথোপকথনকে বিকৃত করে সোশ্যাল মাধ্যমে পোস্ট করেন বিজেপি বিধায়ক। সেটা নিয়েই আপত্তি তুলে তাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছে তৃণমূল।
স্পেন যাওয়ার পথে দুবাই বিমানবন্দরের লাউঞ্জে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রনিল বিক্রমসিঙ্খের দেখা হয়েছিল। সূত্রের খবর, তিনি মমতার উদ্দেশে প্রশ্ন করেছিলেন যে তিনি বিরোধী জোটকে নেতৃত্ব দিতে চলেছেন কিনা। জবাবে মমতা বলেন, ”ওহ মাই গড!” কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী দুজনের মধ্যে কী কথোপকথন হয়ে থাকতে পারে, তা অনুমান করে একটি পোস্ট দেন। সেই পোস্ট নিয়েই বিতর্ক সৃষ্টি হয়েছে। তৃণমূলের বক্তব্য, শুভেন্দুর এই বিকৃত বক্তব্য আসলে ৭৫ বছরের ভারত-শ্রীলঙ্কা দ্বিপাক্ষিক সম্পর্ককে আঘাত করছে। একই সঙ্গে এটি বাংলার সঙ্গে শ্রীলঙ্কার বাণিজ্যিক সুসম্পর্ককে বিনষ্ট করার বিজেপির অপচেষ্টা বলেও তোপ দাগা হয়েছে। তৃণমূলের দাবি, শুভেন্দু অধিকারীকে ‘সেন্সর’ করা হোক।
আসলে চিত্রনাট্যের মতো করে শুভেন্দু ওই দুজনের কথোপকথন সাজিয়ে লিখেছিলেন, অনুমান করছি দু’জনের মধ্যে কী কথা হয়েছে৷ শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমসিঙ্ঘে- ”আমি শুনলাম আপনি আপনার রাজ্যকে শ্রীলঙ্কার মতো একটা চরম অর্থনৈতিক অচলাবস্থার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন৷” পাল্টা মমতার ভাষ্যে বিরোধী দলনেতা লেখেন, ‘‘আপনি যদি দিক নির্দেশ করেন তাহলে আমি বাজার থেকে আরও টাকা ধার নিতে পারি। আমি আপনাকে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মলনে আমন্ত্রণ জানাচ্ছি।’’