ধান্দাবাজি করে অর্থ উপার্জন করতে চান সৌরভ! বিস্ফোরক শুভেন্দু

ধান্দাবাজি করে অর্থ উপার্জন করতে চান সৌরভ! বিস্ফোরক শুভেন্দু

Souvendu Adhikari

কলকাতা: বাণিজ্য আনার মূল লক্ষ্য নিয়ে বিদেশ সফরে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুবাই হয়ে তাঁর স্পেন সফর নিয়ে অবশ্য বিরোধীদের কটাক্ষ প্রথম থেকেই আসছে। বিজেপি সহ অন্যান্যরা মুখ্যমন্ত্রীর এই সফরকে তুলোধোনা করেছেন। তবে তার থেকেও বেশি চর্চা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঘোষণা নিয়ে। তিনি স্পেনের মাদ্রিদ থেকে বাংলার শালবনির জন্য শিল্পের ঘোষণা করেন। এই নিয়েই তাঁকে কার্যত আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ‘মহারাজা’কে ধান্দাবাজ বলতেও বাকি রাখলেন না তিনি। (Souvendu Adhikari)

সংবাদমাধ্যমের সামনে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিজেপি বিধায়ক বলেন, ”সৌরভ গাঙ্গুলির সঙ্গে স্পেনের কী সম্পর্ক? বিদেশি বিনিয়োগের কী সম্পর্ক? বেহালা থেকে মাদ্রিদ হয়ে শালবনি, এটা শিল্প নয়, বিনিয়োগও নয়। সৌরভ গাঙ্গুলি সব সময় বাণিজ্যিক চিন্তাভাবনা নিয়ে কাজ করেন। তিনি ধান্দাবাজি করে নিজের অর্থ উপার্জন করতে চান। শালবনিতে আগেও কিছু হয়নি, এখনও কিছু নেই, ভবিষ্যতেও কিছু হবে না।” এছাড়া তাঁকে নিয়ে আরও বড় দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, সৌরভ গঙ্গোপাধ্যায় অশোক ভট্টাচার্য এবং বুদ্ধদেব ভট্টাচার্যকে ম্যানেজ করে জমি নিয়েছিলেন স্পোর্টস অ্যাকাডেমি করবেন বলে। কিন্তু তা না করে সেই জমিতে ইংরেজি মিডিয়াম স্কুল করতে গিয়েছিলেন। আদালতের হস্তক্ষেপে সেই জমি পরে ফেরৎ দিতে হয়। এখন নিউটাউনে জমি নিয়েছেন। সেখানেও কিছু হবে না।  

যদিও শুভেন্দু এটাও জানিয়েছেন, ব্যক্তি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তাঁর খেলাকে তিনি সম্মান করেন। তাঁর সঙ্গে সৌরভের ব্যক্তিগত সম্পর্কও খুব ভালো। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিদেশ সফরকে তিনি ‘ঢপের চপ’ বলেও নিশানা করেছেন। শুভেন্দু অধিকারীর বিস্ফোরক দাবি, জনগণের ২০ কোটি টাকা দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিদেশ সফর করেছেন। তিনি বাংলার জনগণকে বলে গেছেন শিল্প আনার কথা। কিন্তু এসব আদতে কিছুই নয়। এরম প্রতিশ্রুতি আগেও দিতে দেখা গিয়েছে।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *