United Indians
মাদ্রিদ: বিদেশ সফরে গিয়ে দেশকে নিয়ে ঐক্যের বার্তা দিতে ভুললেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট ভাষায় জানালেন, তারা সকলেই ঐক্যবদ্ধ ইন্ডিয়ান। বার্সালোনায় শিল্পোপতি ও সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেন তিনি। এছাড়াও তিনি জানান, গোটা বিদেশ সফরে তিনি কোথাও রাজনীতি নিয়ে কথা বলেননি। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক শিল্পগোষ্ঠীর সঙ্গে কথা বলে তাঁদের সকলকে দেশে তথা বাংলায় আসার অনুরোধ জানিয়েছেন।
রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে একাধিক সাংবাদিক এই সফরে গিয়েছেন। আর তাঁর সঙ্গে আছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনিও সেখান থেকে শালবনির জন্য শিল্পের ঘোষণা করেছেন। যদিও তাঁর এই ঘোষণা নিয়ে বিরাট বিতর্ক সৃষ্টি হয়েছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। আসলে তিনি বলেছেন তারা ঐক্যবদ্ধ ইন্ডিয়ান। আর এই ‘ইন্ডিয়ান’ শব্দ নিয়েই চর্চা। কেউ কেউ বলছেন, দেশের মধ্যে যখন ভারত এবং ইন্ডিয়া নিয়ে তরজা চলছে, তখন বিদেশের মাটিতে এই ‘ইন্ডিয়ান’ শব্দ ব্যবহার যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
অন্যদিকে, বিজেপি সৌরভ গঙ্গোপাধ্যায়কে ‘ধান্দাবাজ’ বলতেও ছাড়েনি। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও মন্তব্য করা হয়েছে। বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর দাবি, রাজ্যের সাধারণ মানুষের ২০ কোটি টাকা দিয়ে মুখ্যমন্ত্রী এই বিদেশ সফরে গিয়েছেন। শিল্প আনতে গিয়েছেন বলে জানালেও তিনি কিছুই আনতে পারবেন না।