রাজ্য পুলিশের ডিজির নামে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট! তদন্তে গোয়েন্দারা

রাজ্য পুলিশের ডিজির নামে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট! তদন্তে গোয়েন্দারা

manoj

কলকাতা: রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যর নামে ফেসবুকে ফেক অ্যাকাউন্ট৷ মঙ্গলবার রাতে এই বিষয়টি নজরে আসে৷ এর পরেই তদন্ত শুরু করে পুলিশ। গোটা বিষয়টি খতিয়ে দেখছে আপাতত লালবাজারের সাইবার ক্রাইম শাখা৷ তদন্তের পাশাপাশি ফেসবুক কর্তৃপক্ষের কাছেও অভিযোগ জানানো হয়েছে। কে বা কারা ডিজি-র নামে এই ভুয়ো অ্যাকাউন্টটি খুলেছে তা খতিয়ে দেখছেন এডিজি-সিআইডি৷ 

মঙ্গলবার রাতে ডিজি মনোজ মালব্যর ছবি সহ একটি প্রোফাইল নজরে আসে কলকাতা পুলিশের। ওই প্রোফাইলের কভার ফটোতে দেখা যাচ্ছে গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন ডিজি৷ প্রোফাইল পিকচারে রয়েছে তাঁর চেয়ারে বসে থাকা একটি ছবি। প্রোফাইলে এডুকেশন স্ট্যাটাসে লেখা রয়েছে তিনি সেন্ট জোসেফ কচলিয়া হাইস্কুল এবং ইউনিভার্সিটি অফ এলাহাবাদ থেকে পড়াশোনা করেছেন৷ তাঁর বর্তমানে ঠিকানা কলকাতা৷ 

প্রোফাইলটি দেখা মাত্র পুলিশ আধিকারিকরা বুঝে যান যে এটি ফেক৷ তড়িঘড়ি ঘটনার তদন্ত শুরু করে লালবাজার৷ সরকারিভাবে এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে কিনা, তা জানা যায়নি। তবে অভিযুক্তদের যে শীঘ্রই ধরা হবে, সে বিষয়ে আশ্বস্ত করেছেন কলকাতা পুলিশের তদন্তকারী এক অফিসার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − four =