মণ্ডপ জুড়ে কেবল গোলাপি রঙের ছোঁয়া, গণেশ বন্দনায় মাতলেন শোভন-বৈশাখী

মণ্ডপ জুড়ে কেবল গোলাপি রঙের ছোঁয়া, গণেশ বন্দনায় মাতলেন শোভন-বৈশাখী

7119902cdb22da2bb8581ebf39ad108c

 কলকাতা: বেহালার বাড়ি ছেড়েছেন অনেকদিন হল। আপাতত বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গোল পার্কের একটি বহু তলের ১৫ তলার ফ্ল্যাটে থাকেন শোভন চট্টোপাধ্যায়। সেই বাড়িতেই মঙ্গলবার আয়োজন করা হয়েছিল গণেশ পুজোর৷ বেশ ছিমছাম আয়োজনে গণেশ বন্দনা করেন শোভন-বৈশাখী৷ আগের দিন বিকেল থেকেই শুরু হয়ে যায় আয়োজন৷ মঙ্গলবার ভোর পাঁচটার মধ্যে সমস্ত আয়োজন সম্পূর্ণ করে ফেলেন বৈশাখী ও তাঁর মেয়ে মহুল। আয়োজনে হাত লাগান বাড়ির কর্তা শোভনবাবুও৷ তিনি জানান, কিছুক্ষণ বিশ্রাম নিয়ে পুজোর আয়োজনের হাত লাগিয়েছেন তিনিও৷ 

বান্ধবী বৈশাখীর ইচ্ছাতেই গোলপার্কের ফ্ল্যাটে গণেশ চতুর্থীতে পুজোর আয়োজন করা হয়েছিল৷ তবে এই বছরই প্রথম নয়৷ শোভন ও বৈশাখী যবে থেকে এক সঙ্গে থাকতে শুরু করেছেন, তবে থেকেই ফি বছর বাড়িতে গণেশ পুজো করে আসছেন যুগলে৷ 

তবে এবার পুজোর প্রায় সব আয়োজনই হয়েছে মেয়ে মহুলের আগ্রহে৷ যেমন- এই পুজোয় অভ্যাগত পুরুষ-মহিলাদের ‘ড্রেস কোড’ ছিল গোলাপী৷ সেই রং বৈশাখীর মেয়ের মহুলেরই ঠিক করা৷ পুজোর দিন মা মেয়ে সাজেও ছিল মিল৷ দু’দনেই পেরেছিলেন গোলাপী রঙের শাড়ি। সেটাও পরেছিলেন আটপৌরে ভাবে৷ মাথায় ছিল গোলাপী রঙের ফুল। তবে পুরোহিতমশাই পরে এসেছিলেন চেনা লাল পোশাক। তাঁর সহকারীরা ছিলেন সাদা পোশাকে। পুজো শেষে শোভন-বৈশাখী ও মেয়ে মহুল-সহ উপস্থিত অতিথিদের কপালে লাল টিকা পরিয়ে দেন পুরোহিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *