চোলাই মদ খেয়ে মারা গেলে দু’লক্ষ, কোভিডে মৃত্যু হলে কত ? প্রশ্ন তুললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

চোলাই মদ খেয়ে মারা গেলে দু’লক্ষ, কোভিডে মৃত্যু হলে কত ? প্রশ্ন তুললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

8035f6303a82b421c096a4c1a56dfa0b

কলকাতা: রাজ্যে নিয়োগ দুর্নীতির একাধিক মামলা চলছে কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে৷ বিভিন্ন সময় বিভিন্ন মামলায় তিনি এমন কিছু মন্তব্য করেছেন, যা সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছে৷ অনেকেই মনে করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ মণিমুক্তোর মতো। মামলা যে বিষয়েই থাকুক, তিনি এমন কিছু প্রসঙ্গ তার সঙ্গে জুড়ে দিচ্ছেন যে, তা ভাইরাল হয়ে যাচ্ছে। শুক্রবারও এজলাসে এক চাঞ্চল্যকর পর্যবেক্ষণ রাখলেন তিনি৷

২০২০ সালের ১ অগাস্ট কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয় উত্তর চব্বিশ পরগনার নালাবরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিভূতি কুমার সরকারের৷ তাঁর মৃত্যু পর কমপেনসেটরি গ্রাউন্ডে তাঁর স্ত্রীকে চাকরি দেওয়া হবে বলে আশা করেছিল পরিবার৷ কিন্তু তিনি চাকরি পাননি৷ অগত্যা বিভূতি বাবুর বিধবা স্ত্রী দীপ্তি সরকার হাই কোর্টে মামলা করেছেন। তিনি জানান, স্বামীর মৃত্যুর পর কোনও রকম ক্ষতিপূরণ তিনি পাননি৷ দুই সন্তানকে নিয়ে সংসার চালাতে গিয়ে তাঁকে হিমশিম খেতে হচ্ছে৷ এই মামলার শুনানি চলার সময় বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, চোলাই মদ খেয়ে মৃত্যু হলে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ৷  কোভিডে মারা গেলে ক্ষতিপূরণ কত? আদৌ কোনও ক্ষতিপূরণ দেওয়া হয় কি? প্রশ্ন তুলেছেন বিচারপতি।

এই মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, “কে একটা ভাইপো আছে তার বাড়ি চারতলা। কোটি টাকার বাড়ি, কোথা থেকে আসে এত টাকা?” যদিও এই ভাইপো কে, তাঁর নাম স্পষ্ট করেননি বিচারপতি৷  উল্লেখ্য, এই বিচারপতিই এক সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করার জন্য কেন্দ্রীয় সংস্থাকে ছাড়পত্র দিয়েছিলেন৷ এক টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার সময় অভিষেককে হুঁশিয়ারিও দিয়েছিলেন। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে অন্য বেঞ্চে সরে যায় মামলা৷  যদিও সেই মামলার সঙ্গে এদিনের মামলার কোনও সম্পর্ক নেই। কোভিডের ক্ষতিপূরণের সঙ্গে ভাইপোর চার তলার বাড়ির কী সম্পর্ক তাও স্পষ্ট নয়৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *