অবশেষে মিলল স্বস্তি, নিপা নেগেটিভ কলকাতায় চিকিৎসাধীন কেরল ফেরত যুবক

অবশেষে মিলল স্বস্তি, নিপা নেগেটিভ কলকাতায় চিকিৎসাধীন কেরল ফেরত যুবক

Relief

কলকাতা: টাবা জ্বর নিয়ে বেলেঘাটা আইডি-কে ভর্তি হয়েছিলেন এক যুবক৷ কেরল থেকে রাজ্যে ফেরা ওই যুবকের শরীরে নিপা সংক্রমণের উপসর্গ লক্ষ্য করেন চিকিৎসকরা! বাংলার ওই পরিযায়ী শ্রমিকের অসুস্থতা নিয়ে আশঙ্কায় ভুগছিল গোটা রাজ্য। এরাজ্যে পরীক্ষার ব্যবস্থা না থাকায় তাঁর শারীরিক নমুনা সংগ্রহ করে পাঠানো হয় পুণেতে। সেই পরীক্ষার রিপোর্টের অপেক্ষাতেই ছিল স্বাস্থ্য দফতর। অবশেষে রিপোর্ট মিলল স্বস্তি। শুক্রবার সেই রিপোর্ট প্রকাশ করে স্বাস্থ্য ভবন জানাল, বাংলার ওই পরিযায়ী শ্রমিক নিপা ভাইরাসে আক্রান্ত নন৷ (Relief)

Relief

ঝড়ের গতিতে কেরলে ছড়িয়ে পড়েছে নিপা ভাইরাসের সংক্রমণ৷ সেখানে তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ৷ এরই মধ্যে দক্ষিণী এই রাজ্য থেকে বাংলায় ফেরে সেখানে  কাজ করতে যাওয়া এক যুবক৷ কিন্তু পূর্ব বর্ধমানের বাড়িতে ফেরার পরই অসুস্থ হয়ে পড়েন তিনি। ধুম জ্বরের সঙ্গে সঙ্গে ফুসফুসে সংক্রমণ, গায়ে ব্যথা, পা ফুলে যাওয়ার মতো লক্ষণগুলিও দেখা যায়৷ আউটডোরে দেখানোর পর ওই যুবক মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকদের সন্দেহ ছিল, নিপায় আক্রান্ত হয়েছেন ওই যুবক৷ সেই মতো তাঁকে আইসোলেশনেও রাখা হয়৷ এর পরেই তাঁর নাক, গলার রস, মূত্র ও রক্ত-চার ধরনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পুণের ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়। শুক্রবার পুণে থেকে পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছয় বেলেঘাটায়। তাতে মিলেছে স্বস্তি৷ স্বাস্থ্যভবন জানিয়েছে, চিন্তার কোনও কারণ নেই। ওই যুবক নিপা নেগেটিভ৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + eight =