dilip ghosh
কলকাতা: রাজ্য বিজেপি’র দফতরে ‘ঘর ছাড়া’ প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ৷ মুরলীধর সেন লেনে ‘গৃহহীন’ রাহুল সিনহাও৷ কলকাতায় বিজেপি’র পার্টি অফিসে দিলীপ ও রাহুলের ঘর ভাঙার সিদ্ধান্ত ঘিরে শোসগোল রাজ্য রাজনীতিতে৷ জানা গিয়েছে, দিলীপ ঘোষ ও রাহুল সিন্হার ঘর ভেঙে আইটি সেলের দফতর করার সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির। সূত্রের খবর, সংস্কারের কারণ দেখিয়েই এই দুই বঙ্গ বিজেপি নেতার ঘর ভাঙার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি নেতৃত্ব৷ তবে ঘর ভাঙায় বেশ হতাশ দিলীপ৷ তিনি বসেন, ‘ঘর ভাঙার আগে কথা বলে নেওয়া উচিত ছিল৷ নিজস্ব ঘরের বদলে কমন রুমে বসতে বলা হয়েছে৷’
তবে এই ঘটনায় প্রশ্ন উঠেছে, রাজ্য বিজেপির অন্তর্দ্বন্দ্বেের জেরেই কী ‘গৃহহীন’ হতে হল দিলীপ-রাহুলকে? যদিও সেই জল্পনা খারিজ করে দিয়েছেন বিজেপি’র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, ‘‘সংস্কারের জন্যেই ঘর ভাঙা হচ্ছে, আমার ঘরও ভাঙা হবে৷ ’’
রাজ্য সভাপতির পদ আগেই খুইয়েছেন দিলীপ। তারপর গিয়েছে সর্বভারতীয় সহ–সভাপতির পদ। এখন তিনি শুধুই বিজেপি সাংসদ। নয়াদিল্লি থেকে এক সংবাদমাধ্যমকে ঘর ভাভা প্রসঙ্গে দিলীপ বলেন, ‘আমার ঘরের এসি মেশিন খুলে নেওয়া হয়েছে। ঘরটা ভেঙে ফেলা হয়েছে। তবে কলকাতা ফিরে মুরলীধর সেন লেনের পার্টি অফিসে আমি যাব। সেখানে দলের সাধারণ কর্মীদের সঙ্গে দেখাও করব। ঘর থাকুক বা না থাকুক৷’’