বলিউডের অন্যতম শিক্ষিত অভিনেত্রী পরিণীতি, জানেন হবু বর রাঘবের পড়াশোনা কত দূর?

বলিউডের অন্যতম শিক্ষিত অভিনেত্রী পরিণীতি, জানেন হবু বর রাঘবের পড়াশোনা কত দূর?

Parineeti

মুম্বই: রাত পোহালেই সাত পাকে বাঁধা পড়তে চলেছে পরিণীতা চোপড়া এবং রাঘব চাড্ডা৷ রবিবার মরু শহরে এক হবে চার হাত৷  জোর কদমে চলছে বিয়ের অনুষ্ঠান৷ একে উদয়পুর প্যালেসে আসছেন অতিথিরা৷ রাঘব-পরিণীতির বিয়েতে এলাহি আয়োজন। এক জন রাজনীতির কারবারি, অন্য জন বলিউড অভিনেত্রী। দু’জনের দেখা হয়েছিল পঞ্জাবে। সেখানে শুটিং করতে গিয়েছিলেন পরিণীতা। আর রাঘব গিয়েছিলেন ভোটের প্রচারে। অভিনয় জাগতের অধিকাংশ তারকাই কিন্তু পড়াশোনায় তেমন নয়৷ নায়িকাদের অনেকেই তো স্কুলের গণ্ডি পার করেননি। কিন্তু পরিণীতি উচ্চ শিক্ষিত। এমবিএ করেছেন। কিন্তু, হবু বর তথা আপ নেতা রাঘবের পড়াশোনা কত দূর জানেন?

পরিণীতি ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার বিজনেস স্কুলের প্রাক্তনী। তবে তিনি কোনও বলিউড তরকা নন, বরং বেছে নিয়েছেন রাজনৈতিক নেতাকে৷ স্বরা ভাস্বরের পর আরও একজন ‘রাজনৈতিক জামাই’ পাচ্ছে বলিউড৷ পরিণীতা উচ্চ শিক্ষিত হলেও, কম যান না রাধবও। তাঁর বড় হওয়া দিল্লিতে। সেখানকার স্কুলেই পড়াশোনা। বাণিজ্য বিভাগে স্নাতকও পাশ করেন দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে। তার পর উচ্চশিক্ষার জন্য চলে যান ইংল্যান্ডে। সেখানেই চার্টাড অ্যাকাউন্টের ডিগ্রি অর্জন করেন। তার পর লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে বিজনেস অ্যাডমিনেষ্ট্রেশনের ডিগ্রি নিয়ে দেশে ফেরেন৷ বড় কোনও চাকরি পেতে পারতেন অনায়াসেই৷ তবে তিনি বেছে নেন রাজনীতিকে৷ ২০২২ সালের ২১ মার্চ রাঘবকে রাজ্যসভার সদস্য করে পাঠায় আপ। মাত্র ৩৩ বছর বয়সে রাজ্যসভার কনিষ্ঠতম সাংসদ হিসাবে শপথগ্রহণ নেন রাঘব চাড্ডা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =