পায়ে চোট নিয়ে ১০ দিনের বিশ্রাম, দিল্লির ধর্নায় অনিশ্চিত মমতা? রাজঘাটে তৃণমূলের নেতৃত্বে অভিষেক

পায়ে চোট নিয়ে ১০ দিনের বিশ্রাম, দিল্লির ধর্নায় অনিশ্চিত মমতা? রাজঘাটে তৃণমূলের নেতৃত্বে অভিষেক

mamata

কলকাতা: একশ দিনের বকেয়া টাকা আদায়ের দাবিতে দিল্লিতে ধর্নায় বসতে চলেছে তৃণমূল৷ সেই আন্দোলনে সামিল হওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়েও। উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর সকালে রাজঘাটে প্রার্থনায় বসবেন তৃণমূলের সমস্ত সাংসদ, বিধায়ক ও জেলাসভাধিপতিরা। ওই দিনই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে এ রাজ্যের শাসক দল। কিন্তু দলের সেই কর্মসূচিতে সম্ভবত উপস্থিত থাকতে পারবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷  স্পেন সফরে গিয়ে ফের পায়ে চোট পেয়েছেন তিনি৷

বিদেশ সফর সেরে শনিবার রাতে কলকাতায় ফেন মুখ্যমন্ত্রী৷ রবিবারই পায়ের চিকিৎসা করাতে এসএসকেএম হাসপাতালে যান তিনি। এমআরআই সহ একাধিক শারীরিক পরীক্ষার পর চিকিৎসকেরা আপাতত তাঁকে ১০ দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন৷ তাঁর হাঁটাচলার উপরেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। অর্থাৎ, আগামী ৪ অক্টোবর পর্যন্ত স্বাভাবিক চলাফেরায় করতে পারবেন না মুখ্যমন্ত্রী। ঘটনাচক্রে, এরই মধ্যে দিল্লিতে রয়েছে তৃণমূলের ঘোষিত কর্মসূচি৷ আগামী ২ অক্টোবর, গান্ধীজয়ন্তীতে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধ রাজঘাটে প্রার্থনা সেরে পরের দিন ধর্নায় বসতে চলেছে তৃণমূল। ওই কর্মসূচির নেতৃত্ব দেওয়ার কথা ছিল মমতা এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু, পায়ের চোটের কারণে আপাতত মমতাকে বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসকরা। পায়ের চোটের কারণে রাজধানীর কর্মসূচিতে এখন অনিশ্চিত তৃণমূল সুপ্রিমো। সে ক্ষেত্রে, রাজঘাটে তৃণমূলের ধর্না আন্দোলনের নেতৃত্ব দিতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাওয়া অনিশ্চিত হলেও গান্ধী জয়ন্তীতে তৃণমূলের ধর্না কর্মসূচিতে কোনও পরিবর্তন আনা হচ্ছে না বলেই দলীয় সূত্রে খবর। পূর্ব নির্ধারিত সূচি মেনেই কাজ হবে। বাংলা থেকে ৫০ লক্ষ চিঠি নিয়ে গিরিরাজের সঙ্গে দেখা করতে যাবেন অভিষেকের নেতৃত্বে তৃণমূল সাংসদ-বিধায়করা। পর্যবেক্ষকদের একাংশের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি শেষমেশ দিল্লিতে নাও যান, তাহলে তৃণমূলের ঘরোয়া রাজনীতির জন্য নতুন মাইলফলক গড়ে উঠবে৷ কারণ, সর্বভারতীয় রাজনীতিতে ইতিমধ্যে অভিষেককে সামনে নিয়ে এসেছে জলনেত্রী। পর পর তিনবার ইন্ডিয়া জোটের বৈঠকে অভিষেককে সঙ্গে নিয়ে গিয়েছেন৷ এবার তাঁর অবর্তমানে অভিষেকের নেতৃত্ব দেওয়াটা হবে তাৎপর্যপূর্ণ৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 3 =