Police
কলকাতা: পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ নিয়ে তোলপাড় রাজ্য। এই ঘটনায় সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সোমবারের মধ্যেই এই মামলা সংক্রান্ত রিপোর্ট পেশ করতে হবে আদালতের কাছে বলে নির্দেশ। গোটা ইস্যুতে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত।
এক সাব ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসারের বিরুদ্ধে তোলাবাজি নিয়ে অভিযোগ দায়ের হয়েছে। বলা হয়েছে, বেআইনিভাবে এক ট্রাক ড্রাইভারের কাছ থেকে টাকা চেয়েছিলেন তিনি। তবে সে তা দিতে অস্বীকার করায় পরবর্তী সময়ে ট্রাক ড্রাইভারকেই গ্রেফতার করা হয়। ঘটনাটি ঘটেছে ডালখোলাতে। মামলাকারীর বক্তব্য, তার কাছে গাড়ির উপযুক্ত কাগজ পত্র থাকার সত্ত্বেও গাড়ির চালকের কাছ থেকে সাড়ে ৪ হাজার টাকা চাওয়া হয়েছিল।
আদালতে সে জানিয়েছে, ওই টাকা বেআইনিভাবেই চাওয়া হয়েছিল। তাই সে তা দিতে অস্বীকার করায় ট্রাক বাজেয়াপ্ত করা হয়। মামলাকারীর দাবি, এই কাজ সংবিধানের ১৬৭এ ধারার বিরোধী। সিআইডিকে এই মামলার তদন্তের নির্দেশ দিয়ে বিচারপতি জয় সেনগুপ্ত আজকে বিকেলের মধ্যেই ওই পদমর্যাদা অফিসারের নাম জানাতে বলেছেন।