নবান্নের বৈঠকে ডেঙ্গি নিয়ে একাধিক সিদ্ধান্ত, না মানলে কড়া পদক্ষেপ

নবান্নের বৈঠকে ডেঙ্গি নিয়ে একাধিক সিদ্ধান্ত, না মানলে কড়া পদক্ষেপ

nabanna

কলকাতা: গোটা রাজ্যে ডেঙ্গির প্রকোপ নিয়ে চিন্তিত সাধারণ মানুষ, সরকারও। পরিস্থিতি কী ভাবে নিয়ন্ত্রণে আনা যায় তার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে কলকাতা পুরসভা। কিন্তু দিন দিন রোগীর সংখ্যা বৃদ্ধি এবং মৃত্যু আশঙ্কা বাড়াচ্ছে। এই অবস্থায় ডেঙ্গি নিয়ে সোমবার জোড়া বৈঠক হয়েছিল নবান্নে। মশাবাহিত এই রোগ রুখতে একাধিক পদক্ষেপ করছে সরকার। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে আজ নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সমস্ত জেলার জেলাশাসক, জেলা স্বাস্থ্য আধিকারিক, কলকাতা পুরসভার কমিশনার এবং স্বাস্থ্যকর্তারা ওই বৈঠকে উপস্থিত ছিলেন। সেখান থেকে সিদ্ধান্ত হয়েছে, রাস্তায় জল না জমতে দেওয়ার জন্য যা করনিয় তা করতে হবে। এছাড়া ডেঙ্গি নিয়ে সতর্কতামূলক পদক্ষেপ নিতে সমস্ত পুরসভার কাউন্সিলরদের সঙ্গে জেলাশাসকদের বৈঠক করার নির্দেশও এসেছে। পাশাপাশি একাধিক নির্দেশ দেওয়া হয়েছে যাতে সমস্ত এলাকা পরিষ্কার থাকে এবং মশার উপদ্রব কমে। 

নবান্নের বৈঠক থেকে নির্দেশ এসেছে… 

১) ডেঙ্গি ‘হটস্পট’ হিসাবে চিহ্নিত সমস্ত এলাকায় বিশেষ সাফাই অভিযান করতে হবে
২) পরিত্যক্ত এলাকায় আবর্জনার স্তূপ পরিষ্কার করতে হবে
৩) শহর এবং শহর সংলগ্ন এলাকার বাজারগুলিতে সাফাই হবে অভিযান
৪) রেল এবং মেট্রো কর্তৃপক্ষের এলাকায় প্রয়োজনীয় সাফাই কর্মসূচি আয়োজনের অনুরোধ করা হবে
৫) রাজ্যের সব হাসপাতাল চত্বরে নিয়মিত সাফাই অভিযান
৬) ‘হটস্পট’ এলাকা এবং ঘিঞ্জি বস্তি এলাকায় মশারি বিতরণ
৭) নর্দমা আটকে যাতে জল না জমতে পারে, সে দিকে খেয়াল রাখা
৮) কোথাও জল জমতে না দেওয়া

উল্লেখ্য, শেষ কয়েক সপ্তাহের মধ্যে লাফিয়ে বেড়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। গত সপ্তাহে এই আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৭০০, এখন তা বেড়ে হয়ে প্রায় ৪ হাজার ছুঁইছুঁই। অসমর্থিত সূত্র অনুযায়ী, এখনও পর্যন্ত এবছরে ৩০ জন ডেঙ্গি রোগীর মৃত্যু হয়েছে রাজ্যে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 3 =