ডেঙ্গি-বিক্ষোভে শুভেন্দুর স্বাস্থ্যভবন অভিযান, পুলিশি বাধায় তীব্র বচসা, বিক্ষোভ

ডেঙ্গি-বিক্ষোভে শুভেন্দুর স্বাস্থ্যভবন অভিযান, পুলিশি বাধায় তীব্র বচসা, বিক্ষোভ

suvendu

কলকাতা: রাজ্যে উদ্বেগজনক ডেঙ্গি পরিস্থিতি৷  শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে মঙ্গলবার সকালে স্বাস্থ্যভবন অভিযান শুরু করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ কিন্তু, স্বাস্থ্যভবনে ঢুকতে গেলে তাঁকে বাধা দেওয়া হয়। এদিন সকালে আচমকাই ২২জন বিজেপি বিধায়ককে নিয়ে স্বাস্থ্য ভবনে যান শুভেন্দু অধিকারী। কিন্তু গেটের বাইরেই তাঁদের পছ আটকায় পুলিশ। ভেতরে ঢুকার জন্য মরিয়া চেষ্টা চালান শুভেন্দুরাও। এতেই শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি৷  শুভেন্দুরা জোর করে ভেতরে ঢুকতে গেলেই ধুন্ধুমার কাণ্ড বাঁধে দুই পক্ষের মধ্যে।

এর পর শুভেন্দু সংবাদমাধ্যমকে জানান, স্বাস্থ্যভবনে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য সচিবের কাছে স্মারকলিপি জমা দিতে এসেছিলেন তাঁরা। কিন্তু ‘দু’মিনিটের কাজে’র জন্য তাঁকে এবং তাঁর দলের বিধায়কদের বাধা দেওয়া হয়৷ তাঁর কথায়, রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি ‘ভয়াবহ’৷ দেশের অন্যান্য সব রাজ্য ডেঙ্গি সংক্রান্ত রিপোর্ট জমা দিলেও পশ্চিমবঙ্গ তথ্য লুকোচ্ছে।” এদিন বিজেপি বিধায়কদের হাতে ধরা ছিল প্ল্যাকার্ড৷ তাতে লেখা ‘ডেঙ্গির সরকার, আর নেই দরকার’৷ 

বিজেপি বিধায়কদের দাবি, ডেঙ্গি পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যসচিবকে চিঠি ও প্রস্তাব দিতে এসেছিলেন তাঁরা। কেন রাজ্যে ডেঙ্গির এত বাড়বাড়ন্ত, প্রশাসন কী কী ব্যবস্থা নিচ্ছে সেটাই জানতে চেয়েছিলেন৷ কিন্তু পুলিশ তাঁদের আটকে দেওয়ার স্বাস্থ্য ভবনের গেটের বাইরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন।

এই নিয়ে বিরোধী দলনেতাকে একাহত নেয় শাসকদল তৃণমূল। শুভেন্দুর স্বাস্থ্যভবন অভিযান প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “শুভেন্দু শকুনের রাজনীতি করছেন। এই মরসুমে প্রতি বছরই ডেঙ্গি হয়। তা রুখতে স্থানীয় স্তরে প্রশাসন সাধ্যমত কাজ করছে। এ ক্ষেত্রে জনগণের সচেতনতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এই সব কিছুকে এড়িয়ে শুভেন্দু সস্তার রাজনীতি করে সংবাদমাধ্যমে ভেসে থাকার চেষ্টা করছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × two =