এবার ডেঙ্গি আক্রান্ত রাজ্যের এক বিধায়ক, উদ্বেগ আরও বাড়ছে

এবার ডেঙ্গি আক্রান্ত রাজ্যের এক বিধায়ক, উদ্বেগ আরও বাড়ছে

Dengue

কলকাতা: শহর কলকাতা সহ গোটা রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি যে একদমই ভালো নয় তা অস্বীকার করার জায়গা নেই। শেষ কয়েক সপ্তাহের মধ্যে লাফিয়ে বেড়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। সূত্রের খবর, এই মুহূর্তে শুধু শহরেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৪ হাজার পেরিয়ে গিয়েছে। এতদিন আমজনতার আক্রান্ত হওয়ার খবর মিলছিল, আজ জানা গেল রাজ্যের এক বিধায়কই ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সোমবার নবান্নে ডেঙ্গি ইস্যু সংক্রান্ত বৈঠক হয়েছিল। বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সমস্ত জেলার জেলাশাসক, জেলা স্বাস্থ্য আধিকারিক, কলকাতা পুরসভার কমিশনার এবং স্বাস্থ্যকর্তারা ওই বৈঠকে উপস্থিত ছিলেন। সেই বৈঠক থেকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু আপাতত যা অবস্থা তাতে সরকার তথা পুরসভাকে কার্যত আলোর গতিবেগে কাজ করতে হবে। কারণ শহরেরই একাধিক জায়গা ডেঙ্গি হটস্পটে পরিণত হয়েছে। জানা গিয়েছে, কলকাতা পুরনিগমের ১০ নম্বর বোরোতে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। অন্যদিকে যাদবপুর এলাকা অন্যতম হটস্পট। তবে শুরু শহর নয়, রাজ্যের একাধিক গ্রাম, মফস্বল, সব জায়গায় একই অবস্থা। 

প্রসঙ্গত, নবান্নের বৈঠক থেকে নির্দেশ এসেছে ডেঙ্গি ‘হটস্পট’ হিসাবে চিহ্নিত সমস্ত এলাকায় বিশেষ সাফাই অভিযান করতে হবে। পরিত্যক্ত এলাকায় আবর্জনার স্তূপ পরিষ্কার করতে হবে। এছাড়া রাজ্যের সব হাসপাতাল চত্বরে নিয়মিত সাফাই অভিযান হবে, শহর এবং শহর সংলগ্ন এলাকার বাজারগুলিতে তাই। পাশাপাশি ‘হটস্পট’ এলাকা এবং ঘিঞ্জি বস্তি এলাকায় মশারি বিতরণ করতে হবে এবং কোথাও জল জমতে দেওয়া যাবে না। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + eight =