tmc
কলকাতা: ১০০ দিনের কাজ সহ একাধিক কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে তৃণমূলের দিল্লি অভিযান। ২ অক্টোবর গান্ধীজয়ন্তীতে রাজঘাটে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পর ধর্নায় বসবেন তৃণমূলের প্রথম সারির নেতা-নেত্রী ও সাংসদরা। তাঁদের সঙ্গে বাংলা থেকে রাজধানীতে পৌঁছবে জব কার্ড হোল্ডাররা৷ আর তাদের দিল্লি নিয়ে যেতেই বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে ঘাসফুল শিবির। জানা গিয়েছে, শনিবারে হাওড়া স্টেশন থেকে এই ‘তৃণমূল এক্সপ্রেস’ রওনা দেবে রাজধানী দিল্লির উদ্দেশে।
২-৩ অক্টোবর রাজধানী দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি করার কথা ঘাসফুল শিবিরের। সেই কর্মসূচির আর মাত্র ক’দিন বাকি, তাই প্রস্তুতি একদম চূড়ান্ত পর্বে। তাই দিল্লি যাওয়ার জন্য যে ট্রেনের ব্যবস্থা করা হয়েছে তার জন্যও যাবতীয় কাজ সারা। রেল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে দিল্লি যাতায়াতের জন্য বিশেষ ট্রেনের বন্দোবস্ত করা হয়েছে দলের তরফে। জানানো হয়েছে, ২২ বগির একটি ট্রেন ভাড়া করা হয়েছে। ফিরে আসার বন্দোবস্তও দলের তরফেই করা হচ্ছে। ট্রেনেই আছে খাওয়ার ব্যবস্থা। শাসকদলের নেতারা এই ট্রেনটিকেই ‘তৃণমূল এক্সপ্রেস’ নাম দিয়েছেন। অন্তত ৩ হাজার লোক এই ট্রেনে দিল্লি যাবে বলে খবর।
শাসক শিবির জানিয়েছে, কলকাতা লাগোয়া জেলাগুলি থেকে জব কার্ড হোল্ডারদের সরাসরি হাওড়া স্টেশনে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া যারা অন্য জেলা থেকে ইতিমধ্যে কলকাতায় এসে গিয়েছেন, তাদের ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাখা হয়েছে। তবে ইতিমধ্যেই এই দিল্লি যাত্রা নিয়ে ধেয়ে এসেছে বিজেপি শিবিরের কটাক্ষ। গোটা ট্রেন বুকিংয়ের খরচ নিয়ে কটাক্ষ করেছে গেরুয়া শিবির।