traffic
হাওড়া: আদিবাসী সংগঠনের মিছিলের জেরে দিনের কর্মব্যস্ত সময়ে অবরুদ্ধ হাওড়া সেতু৷ নাকাল অফিসযাত্রীরা৷ মিছিলের জেরে সারি দিয়ে দাঁড়িয়ে যাত্রীবাহী বাস। কত ক্ষণ ধরে মিছিল চলবে, তা কেউই বলতে পারছেন না। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, ধর্মতলার উদ্দেশে মিছিল এগিয়ে যাবে। হাওড়া সেতু থেকে ব্রেবোর্ন রোড ধরে তাঁদের মিছিল এগোবে।
শনিবার সকাল ৯টা নাগাদ আচমকাই হাওড়া সেতুতে অবরোধ শুরু করে আদিবাসী সমাজের প্রতিনিধিরা৷ রাস্তার উপর পতাকা হাতে দাঁড়িয়ে পড়েন তাঁরা। দাবি, কুড়মি-মাহাতোরা জোর করে তফসিলি জনজাতির তকমা পেতে চাইছে। তাঁদের রাজনৈতিক মদতও দেওয়া হচ্ছে। এর প্রতিবাদেই পথে নেমেছে ‘ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন্স’।
হাওড়া সেতুর দুই প্রান্ত ধরে মিছিল এগিয়ে চলেছে ব্রেবোর্ন রোডের দিকে। জায়গায় জায়গায় ট্র্যাফিক মোতায়েন রয়েছে৷ কিন্তু যান নিয়ন্ত্রণে তাঁরা খুব একটা সক্রিয় নন বলেই ক্ষোভ যাত্রীদের একাংশের। স্ট্র্যান্ড রোডমুখী রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ায় বিকল্প পথেও এগোতে পারছেন না অফিসযাত্রীরা। হাওড়া সেতুর উপর দাঁড়িয়ে থাকা একটি মিনি বাসের কন্ডাক্টর বলেন, মিছিলের কথা তাঁরা জানতেন না। সে কারণেই সেতুর উপর দীর্ঘ ক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন তাঁরা। কখন এই মিছিল শেষ হবে, কখন ফের গাড়ির চাকা গড়াবে, কিছুই বুঝতে পারছেন না তাঁরা৷