hilsa
কলকাতা: মরশুমের শেষ পর্বে পৌঁছে ইলিশ এসেছে ওপাড় বাংলা থেকে৷ তবে খাদ্যরসিক বাঙালির প্রিয় সেই পদ্মার ইলিশ এখন দুর্মূল্য। এদিকে, ভারতে ইলিশ রফতানির ফলে বাংলাদেশের বাজারে কমেছে ইলিশের জোগান৷ দাম বেড়েছে একধাক্কায়৷ অন্য দিকে, দুর্গোপুজোর আগে কয়েক টন ইলিশ পশ্চিমবঙ্গে এলেও তা সাধারণ মানুষের নাগালের বাইরে৷ দাম দেখেই পদ্মার ইলিশকে পাশ কাটাচ্ছেন ক্রেতারা। উৎসবের মরশুমে কলকাতা-সহ গোটা বঙ্গেই চাহিদা বাড়ছে কম দামি সামুদ্রিক ইলিশের। যার জেরে বিপুল আর্থির ক্ষতির আশঙ্কায় দুই বাংলার আমদানি এবং রফতানির বরাত পাওয়া মৎস্য ব্যবসায়ীরা।
বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে পদ্মার ইলিশ চলে এসেছে এ রাজ্যে। সেখান থেকে হাওড়া-সহ পাইকারি বাজার ঘুরে পদ্মার রুপোলি শস্য পৌঁছে যায় জেলার বাজারগুলিতে। শেখ হাসিনার ছাড়পত্র নিয়ে আগামী ১০ অক্টোবর পর্যন্ত এই বাংলাদেশ ইলিশ রফতানি করবে। দুর্গাপুজো উপলক্ষে মোট ২ হাজার ৮০ মেট্রিক টন ইলিশ ভারতে রফতানি করার কথা। বাংলাদেশের মোট ৫২ জন রফতানিকারক ভারতে ইলিশ রফতানির বরাত পেয়েছেন। তাঁরা প্রত্যেকে ৪০ থেকে ৫০ টন পর্যন্ত ইলিশ রফতানি করতে পারবেন৷ কিন্তু, ভারতে ইলিশ রফতানির আগে ‘রফতানি হতে পারে’ এই খবরেই বাংলাদেশে রুপোলি শস্যের দাম বাড়ছিল। আর ওই ইলিশ যখন এ রাজ্যের এসে পৌঁছল, তখন তা মধ্যবিত্ত ক্রেতার একেবারে ধরাছোঁয়ার বাইরে৷