বর্ষার বিলম্বিত বিদায়? সকাল থেকে আকাশের মুখ ভারে চিন্তা বাঙালির

বর্ষার বিলম্বিত বিদায়? সকাল থেকে আকাশের মুখ ভারে চিন্তা বাঙালির

Delayed Monsoon

কলকাতা: সপ্তাহান্ত থেকেই বৃষ্টির পরিমাণ বাড়বে এমনটা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার রাত থেকে কলকাতা এবং সংলগ্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে, শনিবার সকাল থেকেও আকাশের মুখ ভার। তাই স্বাভাবিকভাবেই চিন্তা বাড়ছে বাঙালির। পুজোর আগে এমন বৃষ্টির পরিবেশ থাকায় শপিং জলে যাওয়ার সম্ভাবনা তো আছেই, পুজোতে বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকছে। তবে সেই পরিস্থিতি তৈরি হওয়ার অবস্থা এখনও নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। 

তুল্যমূল্য হিসেবে ৩০ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবরের মধ্যে বর্ষা শেষ হয়। কিন্তু চলতি বছর এমন সময়ে মায়ানমার উপকূল সংলগ্ন উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নতুন একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় বঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস৷ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহার, ওড়িশা ও ঝাড়খণ্ডেও৷ জানা গিয়েছে, ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে এবং তা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর ওড়িশা ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের দিকে চলে আসছে। ফলে বৃষ্টি বাড়ার সম্ভাবনা আছে। 

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।  যদিও ঝড়়ের তেমন আশঙ্কা নেই। তবে ঝড়ের শঙ্কা কাটলেও বর্ষার এই বিলম্বিত বিদায় দেখে পুজোর আগে বৃষ্টিপাত নিয়ে চিন্তা বেড়েছে বাঙালির। যদিও অক্টোবরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত এমনই বিক্ষিপ্ত বৃষ্টি চলে তাহলে সমস্যা তো নিশ্চয়ই আছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =