market price
কলকাতা: টানা বৃষ্টির পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। পুজোর আগে এমন বৃষ্টির পরিবেশ থাকায় শপিং জলে যাওয়ার সম্ভাবনা তো আছেই, পুজোতে বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকছে। কিন্তু তার থেকেও বড় বিষয় সবজি বাজার। টানা কয়েকদিন ধরে বৃষ্টি চললে শাক সবজি ক্রয়-বিক্রয়ে যে নেতিবাচক প্রভাব পড়বে তার আন্দাজ পাওয়াই যাচ্ছে। তাই পুজোর আগে সবজি বাজার ফের একবার অগ্নিমূল্য হওয়ার আশঙ্কা।
মায়ানমার উপকূল সংলগ্ন উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নতুন একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় বঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস৷ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহার, ওড়িশা ও ঝাড়খণ্ডেও৷ জানা গিয়েছে, ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে এবং তা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর ওড়িশা ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের দিকে চলে আসছে। ফলে বৃষ্টি বাড়ার সম্ভাবনা আছে। এই অবস্থায় বাজারের হাল যে খারাপ থেকে খারাপতর হবে তা বোঝা গিয়েছিল। বর্তমানে তাইই হচ্ছে। কিছু সবজি বাদ দিয়ে বেশিরভাগ জিনিসই ছোঁয়া যাচ্ছে না। কাঁকরোলের মতো সবজি ৫০-৬০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে। যদিও জানা গিয়েছে, রাজ্য সরকারের তরফে সমস্ত রকম ব্যবস্থা রাখা হচ্ছে। ‘সুফল বাংলা’র মাধ্যমে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় জিনিস মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ চলছে।
আসলে খুব বেশি বৃষ্টি হলে শাক সবজির মানের ক্ষতি হয়। তাই সঠিক দামে এই আবহাওয়ায় ভালো সবজি পাওয়া মুশকিল। আর লাগাতার বৃষ্টি হলে অনেক সবজিই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই প্রেক্ষিতে বাজারের ওপর বৃষ্টি বড় প্রভাব থাকে।