কলকাতা: পূর্বাভাস সত্যি করেই বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ৷ তার প্রভাবে দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টির দাপট। শুক্রবার রাত থেকেই কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছিল। শনিবার সকাল থেকে বেশ কিছু এলাকায় শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি৷ কোথাও আবার হচ্ছে ঝিরঝিরে বৃষ্টি৷ শহরের বহু নীচু এলাকায় জমা হয়েছে বৃষ্টির জল৷ দক্ষিণের পাশাপাশি বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গেও৷ আগামী চার দিন উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে বলে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
এরই মধ্যে হুগলির কোদালিয়া ২ গ্রাম পঞ্চায়েতের বেনাভারুই গ্রাম এবং মগরা-ত্রিবেণী এলাকায় দেখা দিল আচমকা ঘূর্ণিঝড়৷ গঙ্গার উপরে স্পষ্ট পাক খেতে দেখা যায় ধুলো রাশি।ঝড়ের ধাক্কায় ত্রিবেণী শ্মশান ঘাটের চাল উড়ে গিয়েছে বলে খবর। আরও বেশ কয়েকটি বাড়ি ঝড়ে ক্ষতিগ্রস্ত বলে জানা গিয়েছে। ক্ষতি হয়েছে চাষের ক্ষেতে৷ ঝড়ের খবর পেয়েই অকুস্থলে পৌঁছান চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার৷ ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।
হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের জেরে জেলায় জেলায় বৃষ্টি হবে৷ বৃষ্টির প্রাবল্যের ভিত্তিতে দক্ষিণবঙ্গের চারটি এবং উত্তরবঙ্গের দু’টি জেলায় কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি পূর্বাভাস দেওয়া হয়েছে৷ মঙ্গলবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।