কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় এক বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ কেন্দ্রীয় সংস্থার হাতে গ্রেফতার হওয়ার পরই দল থেকে ছেঁটে ফেলে তৃণমূল৷ গিয়েছে তাঁর মহাসচিব পদ৷ কিন্তু, বিধায়ক পদ ছাড়েননি পার্থ৷ ফলে তাঁর অবর্তমানে তাঁর এলাকার উন্নয়ন নিয়ে প্রশ্ন ছিল৷ কিন্তু, দেখা গেল কোনও অভিযোগ নয়৷ বরং কলকাতা পুরসভায় ফোন করে এলাকার বাসিন্দারা বলছেন, “খুব ভাল কাজ হচ্ছে। অসংখ্য ধন্যনবাদ।” নেপথ্যে মেয়র ফিরহাদ হাকিম।
মেয়র ফিরহাদের সাফ নির্দেশ, জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের এলাকা থেকে ফোন এলেই দ্রুত কাজ সারতে হবে। এরই মধ্যে পার্থর বেহালা পশ্চিম এলাকার একাধিক কাজ করে ফেলেছেন তিনি। কিছু কাজ আবার দ্রুত গতিতে শেষ করা হচ্ছে। ইতিমধ্যেই বেহালা পর্ণশ্রী শকুন্তলা পার্ক সংস্কারের কাজ শুরু করে দিয়েছেন মেয়র। বেহালার সরকারি বাসস্ট্যান্ডের পাশে বাজারে যাওয়ার রাস্তা জলকাদায় ভরা থাকত৷ তা মেরামতে বসিয়েছেন পেভার ব্লক।
এদিন পার্থ চট্টোপাধ্যায়ের এলাকা থেকে মেয়রের কাছে আর্জি নিয়ে আসেন দ্বৈপায়ন বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘‘পার্থ চট্টোপাধ্যায় নিজের বিধায়ক তহবিলের টাকা দিয়ে একটি যাত্রী প্রতীক্ষালয় তৈরি করেছিলেন। ওটার এখন খুবই খারাপ দশা। একটু দেখুন।” এ কথা শোনার পরই ইঞ্জিনিয়ারিং বিভাগকে নির্দেশ দেন মেয়র। তাঁর নির্দেশ, “যাত্রী প্রতীক্ষালয়টির দিকে নজর দিন। ওটার অবস্থা খারাপ। ভালো করে বানিয়ে দিতে হবে। বিধায়ক তহবিলের টাকা দিয়ে ওটা তৈরি করা হয়েছিল। কিন্তু দেখভালের অভাবে ভেঙে গিয়েছে।”