কলকাতা: রাজ্যজুড়ে ডেঙ্গুর বাড়বাড়ন্তে উদ্বেগে প্রশাসন৷ এবার ডেঙ্গু নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর সাফ কথা, ‘ডেঙ্গুতে আর কোনও মৃত্যু নয়।’ মুখ্যসচিবের বৈঠকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী৷ তিনি এও জানান, শুধু স্বাস্থ্য নয়, সকল দফতরকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। এদিন অবশ্য স্বাস্থ্য ও নগরোন্নয়ন দফতরের কাজে তিনি বেশ সন্তোষই প্রকাশ করেন। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, “আরও বেশ কিছু দিন বৃষ্টি চলবে। তাই এই সময় প্রতিটি জেলা প্রশাসনকে সতর্ক থাকতে হবে৷ বিশেষ করে উপকূলীয় জেলাগুলোর দিকে বিশেষ নজর রাখতে হবে। ডেঙ্গু নিধনে ভালো কাজ হচ্ছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে।” তিনি আরও বলেন, “আমার পায়ে একটা সমস্যা হয়েছে। তাই বেরতে পারছি না। তবে সব কিছুই দেখা হচ্ছে। সমস্ত বিষয় আমি দেখছি। মুখ্যসচিবও দেখছেন। ফিরহাদ হাকিম নগরোন্নয়ন-সহ পুরো বিষয়টি দেখছেন।”
রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে শনিবার জেলাশাসক, সিএমওএইচদের সঙ্গে নবান্নে বৈঠক করেন মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিব। বৈঠকের মাঝে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ফোন করে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, পুজোর আগেই রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। বৈঠকে মুখ্যসচিব পুর ও নগরোন্নয়ন এবং স্বাস্থ্যদফতরের আধিকারিকদের বলেন, ১০ অক্টোবরের মধ্যে ১২৮টি পুরসভার কাউন্সিলরদের ওয়ার্ডে-ওয়ার্ডে অন্তত দুটি করে বৈঠক করতে হবে। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে৷ পুরপ্রধানরা পরিস্থিতি সম্পর্কে কাউন্সিলরকে জানাবেন। এর পর পুরসভা গোটা পরিস্থিতি জেলাশাসক এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে জানাবে৷ সেই অনুযায়ী ঠিক হবে গোটা পরিকল্পনা৷ নবান্নের নির্দেশ, প্রতিটি পুরসভায় ফিভার ক্লিনিক চালু করতে হবে। পুর হাসপাতালে ১০টি করে শয্যা বরাদ্দ রাখতে হবে শুধুমাত্র ডেঙ্গু আক্রান্ত রোদীদের জন্য। ২৪ ঘণ্টা রক্তপরীক্ষার ব্যবস্থা রাখতে হবে৷